রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লিটন সুপারস্টার, তানভীর অনেক ভালো: রিজওয়ান

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ২২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   111 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিটন সুপারস্টার, তানভীর অনেক ভালো: রিজওয়ান

ডানহাতি ওপেনার ও উইকেটরক্ষক লিটন দাসকে বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার মনে করেন পাকিস্তানের টি-২০ ওপেনার ও অন্য দুই ফরম্যাটে মিডল অর্ডারে ব্যাট করা মোহাম্মদ রিজওয়ান। এছাড়া বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে তিনি ‘হাইলি রেট’ করেন বলে জানিয়েছেন।

লিটন দাস গত দুই বছর দুর্দান্ত ছন্দে আছেন। চলতি বিপিএলে তার ব্যাট থেকে একাধিক ভালো ইনিংস এসেছে। লিটন ও রিজওয়ানের জুটিও ভালো জমছে। রিজওয়ান দলে যোগ দেওয়ার পরে টানা তিন ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা। ভিক্টোরিয়ান্স।

পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার রোববার সংবাদ মাধ্যমকে বলেছেন, তারা যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছেন, ‘লিটন বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার। এটা সকলেই জানে। তিনি খুবই ভালো ফর্মে আছে। আমি ও লিটন দলের জন্য ভালো খেলার চেষ্টা করছি। সময় অল্প, তবে আমরা চেষ্টার ক্রুটি রাখছি না।’

বাঁ-হাতি স্পিনার তানভীরকে নিয়ে রিজওয়ান বলেন, ‘বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত দেখছি। এখানকার ছেলেরা শিখতে মুখিয়ে থাকে। স্পিনার তানভীরকে আমি হাইলি রেট করি। তার মতো অনেক ভালো ক্রিকেটার রয়েছেন। তারা শিখতে চায়, শুধু আমার থেকে নয় অনেকের থেকে শিখতে চান ওরা।’

রিজওয়ান জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে পাকিস্তানিরা কথা বলেন। অন্যরাও বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা করেন বলে বিশ্বাস তার, ‘আমরা পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা করি। বাকিরাও বলে। তারা আমাদের কাছে অনেক কিছু জানতে চান। আমরা চেষ্টা করি, আমাদের অভিজ্ঞতা শেয়ার করার।’

Facebook Comments Box

Posted ২:০৭ অপরাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com