রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘টি-টোয়েন্টি খেলতে এসেছি, প্রতি মিনিট হিসাব করে কাজ করব’

খেলা ডেস্ক   |   সোমবার, ০২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   25 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘টি-টোয়েন্টি খেলতে এসেছি, প্রতি মিনিট হিসাব করে কাজ করব’

বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই কাজের গতি বাড়ানোর বার্তা দিলেন আমিনুল ইসলাম বুলবুল। জানালেন, বিসিবিতে শৃঙ্খলার অভাব রয়েছে যা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে বোর্ডের অভ্যন্তরীণ পরিবেশে সৌহার্দ্য ফেরানোর ওপরও গুরুত্ব দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

একান্ত সাক্ষাৎকারে বুলবুল বলেন, ‘বিসিবিতে বিশৃঙ্খলা একটা বড় সমস্যা, এটা আমরা চিহ্নিত করেছি। শৃঙ্খলা ফেরাতে আমরা এইচআর পলিসি হাতে নিচ্ছি। পাশাপাশি দুর্নীতি দমন বিভাগকে এডুকেশনের আওতায় আনতে চাই, ক্রিকেটের স্পিরিট ফেরাতে চাই। আমরা লক্ষ্য ঠিক করেছি—৩০ জুনের মধ্যে এসব কার্যক্রম শুরু করব।’

তবে নিজের দায়িত্বকালকে দীর্ঘ মেয়াদে দেখতে চান না বুলবুল। বলেন, ‘আমি লম্বা সময়ের জন্য আসিনি, টি-টোয়েন্টি খেলতে এসেছি। এই মেয়াদে প্রতিটি মিনিট হিসাব করে কাজ করছি। জানি না ভবিষ্যতে কী হবে। আপাতত আমি ফ্রি। ২০১৫ সালের এই দিনে আমি আইসিসিতে যোগ দিয়েছিলাম, আর ১০ বছর পূর্তির দিনে চাকরি ছাড়লাম।’

বোর্ডের সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এখনও যোগাযোগ হয়নি বলে জানান বুলবুল। তিনি বলেন, ‘ফারুক ভাইয়ের সঙ্গে এখনও কথা হয়নি। তাকে ফোন করতে চাই, তবে জানি না করা উচিত হবে কিনা। আমাদের ক্রিকেট কমিউনিটির ছন্দটা হঠাৎ থমকে গেছে। আমি চেষ্টা করব সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আবার ফিরিয়ে আনতে। খেলোয়াড় হিসেবে ফারুক ভাই, নান্নু ভাই, লিপু ভাই, বাদশা ভাই, আশরাফুল ভাই সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।’

Facebook Comments Box

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com