
খেলা ডেস্ক | মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট | 16 বার পঠিত | পড়ুন মিনিটে
পাকিস্তান সফরে গিয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল সিরিজটি। তবে ওই সূচি বাতিল করে মঙ্গলবার বিসিবিকে নতুন সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তান ২৭ মে সিরিজের প্রথম টি-২০ খেলবে। পরের দুই ম্যাচ ২৯ মে ও ১ জুন রাখা হয়েছে। প্রথম তিনটি ম্যাচ রাখা হয়েছে পাকিস্তানের ফয়সালাবাদে। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।
সিরিজের বাকি দুই ম্যাচ রাখা হয়েছে লাহোরে। ওই ম্যাচ দুটি ৩ ও ৫ জুন মাঠে গড়াবে। তবে বিসিবি এখনই টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে কিনা তা নিয়ে সংশয় আছে।
পিএসএল শেষ করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল স্থগিত করা হয়েছিল। ১৭ মে থেকে টুর্নামেন্টটি পুনরায় শুরু হয়ে ২৫ মে শেষ হবে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ পিছিয়ে দিয়েছে পিসিবি।
Posted ১:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
nykagoj.com | Stuff Reporter