রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এভারকেয়ারে ক’দিন রাখা হবে তামিমকে

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   61 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এভারকেয়ারে ক’দিন রাখা হবে তামিমকে

তামিম ইকবালকে সাভারের কেপিজে থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে মঙ্গলবার। এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষ পরিচর্যায় রাখা হয়েছে তাঁকে।

বিসিবির চিকিৎসক মঞ্জুরুল হোসেন জানান, আগের চেয়ে ভালো আছেন তামিম। হাসপাতালে আরও এক সপ্তাহ রাখা হতে পারে বলে জানান তিনি। তামিমের পারিবারিক সূত্রে জানা গেছে, শরীর স্বাভাবিক হলে থাইল্যান্ডে পরীক্ষা-নিরীক্ষা করাতে যেতে পারেন ৩৬ বছর বয়সী এ ব্যাটার। উন্নত চিকিৎসার পর তামিম জানতে পারবেন আবার খেলায় ফিরতে পারবেন কিনা।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক মোস্তাফা জামান জানান, হার্টের ভেইনে স্টেন্ট বসালে নিয়ম মেনে চলতে হয় রোগীকে।

তিনি বলেন, ‘খেলা পরিশ্রমের কাজ। শারীরিক কন্ডিশন এবং লিগের ধরনের ওপর নির্ভর করে খেলায় ফেরার বিষয়টি। তামিম খেলতে পারবেন কিনা, তা নির্ভর করবে শারীরিক সক্ষমতার ওপর। সে খেলতে চায় কিনা, সেটাও ব্যাপার। এ রকম কেসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু দেখা হয়। কয়েক মাস পরে বোঝা যাবে সে খেলার মতো অবস্থায় আছে কিনা।’

Facebook Comments Box

Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com