রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হার্টে ব্লক তামিমের, পরানো হলো রিং

খেলা ডেস্ক   |   সোমবার, ২৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   56 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হার্টে ব্লক তামিমের, পরানো হলো রিং

ঢাকার সাভারের বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে বুকের ব্যথায় হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। পরে জানা যায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। সাভারের স্থানীয় হাসপাতালে ভর্তির পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের করে জানা যায় তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে পরানো হয়েছে একটি রিং। বর্তমানে তিনি রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে।

শাইনপুকুরের বিপক্ষে আজ অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন তামিম ইকবাল। মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা।

বিসিবির ডাক্তার মঞ্জুরুল হোসেন বলেন, তামিমের এনজিওপ্লাস্ট (বুকে রিং) করানো হয়েছে। তামিমকে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তাতে ওঠানো যায়নি। এরপর ফজিলাতুন্নেছা হাসপাতালেই রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে। প্রথমে তামিমের বুকে ব্যথা হচ্ছিল। তাই কাছেই যে হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়, হার্টের ইসিজি করানো হয়। তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল।

তিনি আরও বলেন, ওর প্রথম রক্ত পরীক্ষায় একটু সমস্যা বোঝা যাচ্ছিল। তাই তামিম নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে। ওর অস্বস্তি লাগছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে ও যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এখন পর্যবেক্ষণে আছে।

মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু জানিয়েছেন, তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন।

তামিমকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। এর আগে তামিমের অসুস্থতার খবরে ১৯তম বোর্ডসভা স্থগিত করে বিসিবি। এ দিকে তামিমের শারিরীক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার পক্ষে তার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়।

Facebook Comments Box

Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com