রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘ব্যক্তিগত সমস্যাও শোনার’ কোচিং দর্শন মুশতাকের

খেলা ডেস্ক   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   46 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ব্যক্তিগত সমস্যাও শোনার’ কোচিং দর্শন মুশতাকের

জাতীয় দলের প্রধান কোচিং স্টাফ দীর্ঘ মেয়াদে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে সিনিয়র সহকারী কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গেও চুক্তি বাড়াতে যাচ্ছে বিসিবি। পাকিস্তানের সাবেক এ লেগস্পিনার বাংলাদেশের ক্রিকেট সিস্টেম উন্নতিতে অবদান রাখতে।

দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি এই কোচ জানিয়েছেন, ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যাও শুনতে চান তিনি। এটাই তার কোচিং দর্শন। যোগাযোগের জায়গায় উন্নতি চান এবং বাংলাদেশ ক্রিকেটের সিস্টেমের উন্নতিতে অবদান রাখতে চান।

মুশতাক বলেন, ‘আমি খেলোয়াড়দের থেকে খুবই ভালো সাড়া পাই। তবে উন্নতির অনেক জায়গা আছে, বিশেষ করে ‘কমিউনিকেশন’। যোগাযোগ হলো চাবিকাঠি। আমার কোচিং দর্শন হলো ছেলেদের সঙ্গে কোনো দূরত্ব থাকবে না। খেলোয়াড় ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বললেও সেটা শুনতে হবে। কোনো সন্দেহ নেই, যোগাযোগের জায়গায় উন্নতি করতে হবে।’

ভাষাগত কিছু সমস্যা থেকে যাওয়ার কথা স্বীকার করেছেন কোচ মুশতাক, ‘এটা কেউ অস্বীকার করতে পারবে না। কথা না বুঝলে যোগাযোগ মজবুত হয় না। আমি উর্দু, হিন্দিতে ৭০ ভাগ কথা বলি, বোঝানোর চেষ্টা করি। কারণ হিন্দিটা সবাই বোঝে। যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।’

সাক্ষাৎকারে মুশতাক জানিয়েছেন, ভালো ক্রিকেট খেলতে হলে প্রথমে দক্ষ ক্রিকেটার দরকার। এরপর ওই দক্ষদের মধ্যে মোটিভেশনের মিশ্রণ ঘটাতে হবে, ‘স্কিলের সঙ্গে মোটিভেশনের মিশ্রণ ঘটানো। স্কিল ছাড়া খেলাই হবে না। অতএব স্কিলড ক্রিকেটার লাগবে। আন্তর্জাতিক পর্যায়ে ম্যান ম্যানেজ স্কিলটা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ দেওয়া, খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমিয়ে ম্যাচ জেতার কৌশল বলে দিতে হয়। মোটিভেশন ও স্কিলের ভারসাম্য রাখতে হয়।’

Facebook Comments Box

Posted ১:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com