রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ড. আরেফিন সিদ্দিক আর নেই

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ড. আরেফিন সিদ্দিক আর নেই

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর ৪ মাস। গত কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ড. আরেফিন সিদ্দিক। এর আগে গত ৬ মার্চ দুপুরে শাহবাগের পাশে ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান আরেফিন সিদ্দিক। তাৎক্ষণিক তাঁকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা—নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন। তারপর থেকে তিনি আর সুস্থ হননি।

উল্লেখ্য, ২০০৯ সালে আরেফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষে আবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থায়ও তিনি কিছুদিন কর্মরত ছিলেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিক ও বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএস—এর গভীর শোক প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলমনাই এসোসিয়েশন অব ইউএস—এর সভাপতি এমএস আলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকারসহ কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ নুরুন নবী ও সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ এক বিবৃতিতে জানান, বঙ্গবন্ধু পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক—এর মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে।

 

দেশের শিক্ষা, সংস্কৃতি ও স¤প্রচারে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে । তাঁর দেশপ্রেম পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে । ২০২৪ সালের ২৭ এপ্রিল লস এঞ্জেলসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ দ্বারা আয়োজিত ৭ম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করে তিনি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শের বিস্তারিত তুলে ধরে সবার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করেছিলেন। জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর প্রয়ানে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো । তাকে শুক্রবার আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ৫:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com