রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘এভাবে চললে বাংলাদেশ জিম্বাবুয়ে হয়ে যাবে’

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘এভাবে চললে বাংলাদেশ জিম্বাবুয়ে হয়ে যাবে’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হেরেছে বাংলাদেশ। নাজমুল শান্ত-মুশফিক-রিয়াদদের এমন পারফরম্যান্স হতাশ করেছে বাংলাদেশের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মসকিন শেখকে।

পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই অ্যানালিস্টের মতে, এভাবে খেলতে থাকলে বাংলাদেশের দশা জিম্বাবুয়ের মতো হবে। এছাড়া বাংলাদেশ দলের এমন বাজে পরিণতির জন্য বোর্ডের অব্যবস্থাপনা, ঘরোয়া কাঠমো ধসে পড়া ও মেধার অবমূল্যায়নকে দায়ী করেছেন তিনি।

অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দলের অ্যানালিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন মহসিন শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে লেখেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একেবারেই এক!’

বাংলাদেশ দলের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখ। ছবি: ফাইল
বাংলাদেশ দলের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখ। ছবি: ফাইল

সেই সমস্যাগুলো উল্লেখ করে তিনি লেখেন, ‘শুরুতেই ভুলটা হয়েছে দুর্বল দল নির্বাচন করে। এর সঙ্গে চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন ও জবাবদিহির অভাব রয়েছে বোর্ডে। যারা বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তারা কারও কাছে দায়বদ্ধ নন। ঘরোয়া ক্রিকেট কাঠামো ধ্বংসের পথে, অথচ সমাধানের উদ্যোগ নেই। বরং সেখানে ভুলভাল সিদ্ধান্তই বেশি অগ্রাধিকার পায়!’

তিনি আশঙ্কা করেছেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থা হবে জিম্বাবুয়ের মতো। এক সময় সম্ভাবনাময় ক্রিকেট খেলুড়ে দেশ ছিল জিম্বাবুয়ে। কিন্তু দুর্নীতি, অব্যবস্থাপনা, বর্ণবাদ ইত্যাদি কারণে জৌলুস হারিয়েছে তারা। মসহিন তাই লিখেছেন, ‘এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থা জিম্বাবুয়ের মতো হয়ে যাবে।’

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com