রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫০২ দিন পর গোলের দেখা পেলেন নেইমার

খেলা ডেস্ক   |   সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   23 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫০২ দিন পর গোলের দেখা পেলেন নেইমার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রোববার সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখেন তিনি।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। তবে প্রত্যাবর্তনের পর পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল। অবশেষে ৫০২ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করে সেই চাপ কিছুটা কমালেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সান্তোসের জার্সিতে এটি নেইমারের ২৩৪ ম্যাচে ১৩৯তম গোল।

ক্লাবটি ছেড়ে ২০১৩ সালে ইউরোপের পথ ধরেছিলেন তিনি, বার্সেলোনার হয়ে পা রাখেন ইউরোপিয়ান ফুটবলে। সর্বশেষ ২০২৩ সালের ৩ অক্টোবর সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়ে গোল করেছিলেন নেইমার। এরপর একাধিক ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে।

আল-হিলালের হয়ে এক বছরেরও বেশি সময়ের মধ্যে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। চোটের কারণে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে জানুয়ারিতে ব্রাজিলে ফিরে আসেন নেইমার। তবে ইনজুরি-জর্জরিত সময় কাটানোর পর তার ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছিল।

এই ম্যাচে নেইমার শুধু গোলই করেননি, বরং একটি অ্যাসিস্টও করেন। ১৪তম মিনিটে বক্সের ভেতর প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন তিনি। পরে নিজেই শট নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়ান। ম্যাচ শেষে নেইমারের দল সান্তোস ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে ইনজুরি কাটিয়ে কতটা ধারাবাহিকতা দেখাতে পারেন নেইমার, সেটাই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

Posted ৬:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com