রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৮ রানে ৭ উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক   |   শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   64 বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৮ রানে ৭ উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে ঠিক উল্টো চিত্র দেখল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে না পারা স্বাগতিকদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে স্টিভেন স্মিথের দল। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৭৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে অজিরা।

কুশল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরিতে (১০১) ভর করে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলঙ্কা। অধিনায়ক চারিথ আসালাঙ্কা অপরাজিত ৭৮ রান করেন, আর ওপেনার নিশান মাদুশকা করেন ৫০ রান। শেষদিকে জানিথ লিয়ানেগের ৩২ রান দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। অস্ট্রেলিয়ার চার বোলার একটি করে উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ রানের মধ্যে সাজঘরে ফেরে ম্যাথু শর্ট, জেইক ফ্রেসার ম্যাগার্ক ও হেড। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক স্মিথ, দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ইংলিশের ব্যাট থেকে। শেষ ২৮ রান নিতে তারা হারিয়েছে ৭ উইকেট। এতে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ওয়ানডেতে এশিয়ায় যা অস্ট্রেলিয়ার সর্বনিম্ন, আর সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। শ্রীলঙ্কার হয়ে দুনিথ ওয়েল্লালেগে ৪ উইকেট নেন, আসিথা ফের্নান্দো ও ভানিদু হাসারাঙ্গা নেন ৩টি করে উইকেট।

প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করে সিরিজসেরা হয়েছেন আসালাঙ্কা। আর ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার এই দাপুটে জয়ে স্বাগতিকরা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়াকে, যা দলটির জন্য বিশাল প্রাপ্তি।

Facebook Comments Box

Posted ৪:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com