শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাফিক জ্যামে দেড় ঘণ্টা আটকে ম্যাচের দৈর্ঘ্য কমল ১৪ ওভার

খেলা ডেস্ক   |   রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   64 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাফিক জ্যামে দেড় ঘণ্টা আটকে ম্যাচের দৈর্ঘ্য কমল ১৪ ওভার

ক্রিকেট ম্যাচ শুরুর বিলম্বের প্রধান কারণ সাধারণত বৃষ্টি, আলোকস্বল্পতা বা কুয়াশা। তবে ওমানের রাজধানী মাসকাটে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর নবম রাউন্ডের ম্যাচে যে ঘটনা ঘটেছে, তা বেশ বিরল। ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দল। ফলে ম্যাচ শুরু হয় দেরিতে, যার কারণে প্রতিটি ইনিংস থেকে কমিয়ে দেওয়া হয় ৭ ওভার করে মোট ১৪ ওভার।

ইউএসএ ক্রিকেট তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে ম্যাচ বিলম্বের বিষয়টি জানালেও নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। তবে ক্রিকেট বিশ্লেষক পিটার এক্স-এ জানান, মাসকাটে আয়োজিত ম্যারাথন ও আয়রনম্যান রোড রেসের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ ছিল। যার মধ্যে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দলের নির্ধারিত রুটও অন্তর্ভুক্ত ছিল, ফলে তারা সময়মতো মাঠে পৌঁছাতে পারেনি। পরে ম্যাচটি ৪৩ ওভারে নামিয়ে আনা হয়।

দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে নামিবিয়া প্রথমে যুক্তরাষ্ট্রকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আন্দ্রিস গৌস, অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও মিলিন্দ কুমারের ফিফটিতে ৫০ ওভারে যুক্তরাষ্ট্র সংগ্রহ করে ২৯৩ রান। জবাবে নামিবিয়া ১৭৯ রানে অলআউট হয়ে যায়, ফলে যুক্তরাষ্ট্র ১১৪ রানের বড় ব্যবধানে জয় পায়।

উল্লেখ্য, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ সহযোগী দেশগুলোর জন্য ওয়ানডে বিশ্বকাপে খেলার অন্যতম যোগ্যতা অর্জন প্রতিযোগিতা। লিগের শীর্ষ চারটি দল আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পায়, যেখানে মোট ১০টি দল অংশ নেয়। বাছাইপর্বের শীর্ষ চারটি দল মূল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।

Facebook Comments Box

Posted ৯:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com