রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ কামিন্স-হ্যাজলউডের, অজিদের অধিনায়ক কে

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   61 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ কামিন্স-হ্যাজলউডের, অজিদের অধিনায়ক কে

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বড় দুঃসংবাদ পেল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইনজুরির কারণে ৫০ ওভারের এই টুর্নামেন্টে খেলা হবে না ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জেতা অধিনায়ক ও পেসার প্যাট কামিন্সের।

তার সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার জর্জ হ্যাজলউড। আছে আরও দুই দুঃসংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আছে মার্কোস স্টইনিস তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইনজুরির কারণে আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মিশেল মার্শ।

কামিন্স ও হ্যাজলউডের বিষয়ে সিএ’র প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘দূভাগ্যবশত, কামিন্স, হ্যাজলউড ও মার্শের ইনজুরি আছে এবং তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেলার মতো ফিট হতে পারবে না। এটা দুশ্চিন্তার, তবে অন্যদের জন্য দরজা খুলে যাচ্ছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের জায়গা পূরণের মতো ক্রিকেটার নিশ্চয় খুঁজে নেবে। রেকর্ড ৬টি ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া ক্রিকেটে ওই গভীরতা আছে। প্রশ্ন হচ্ছে- চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের দায়িত্ব কার কাঁধে দেবে অস্ট্রেলিয়া? অজি কোচ ম্যাকডোনাল্ড অবশ্য স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা ভাবছেন।

কোচ ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফির এই দলটা নিয়ে কথা বলছিলাম তখন স্মিথ ও হেডের সঙ্গে কথা হয়েছিল। আমরা তাদের দু’জনকে নেতৃত্বের জন্য ভাবছি। তাদের দু’জনের থেকেই একজন দায়িত্বটা পাবে। স্মিথ নেতৃত্বে ফিরে টেস্টে খুব ভালো করেছে। ওয়ানডে নিয়েও অনেক কাজ করেছে। তাদের দু’জনের একজনই হবে অধিনায়ক।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া গ্রুপ ‘বি’তে রয়েছে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান আছে তাদের গ্রুপে। ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে অজিরা টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে।

Facebook Comments Box

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com