রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে নিষিদ্ধ সাকিব

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   40 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে কারণে বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে নিষিদ্ধ সাকিব

চলতি মাসের মাঝের দিকে বিপিএলে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তানজিম হাসান সাকিব। তখনই তার নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছিল।

কারণ ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটার ৪ ডিমেরিট পেলে তাকে নির্দিষ্ট সংখ্যক ম্যাচের জন্য নিষিদ্ধ করার কথা। তবে সাকিব নিজের আচরণ নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চিটাগং কিংসের বিপক্ষে তার দল সিলেট স্ট্রাইকার্সের শেষ ম্যাচে নিয়ম লঙ্ঘন করেছেন তিনি।

ঘটনার সূত্রপাত গতরাতের ম্যাচে চিটাগং কিংসের ইনিংস চলাকালে। তৃতীয় ওভারে কিংসের ব্যাটার গ্রাহাম ক্লার্কের উইকেট শিকারের পর তাকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় পেসার সাকিবকে। এর আগে এই বিপিএলেই এর আগে আচরণবিধি ভঙ্গের দায়ে তানজিম সাকিবের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। সেইসঙ্গে নামের পাশে পান ৩টি ডিমেরিট পয়েন্টও। খুলনার পাকিস্তানি মোহাম্মদ নাওয়াজকে আউট করে তানজিম হাসান সাকিবের সঙ্গে কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শাস্তি পান সাকিব।

সাকিবের দুই ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি শুধু ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যেহেতু এবারের বিপিএলে সিলেটের আর কোনো ম্যাচ নেই, তাই আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব যে দলেই খেলবেন, সেখানে দুই ম্যাচে মাঠে নামা হবে না তার। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তার কোনো বাধা নেই। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে আছেন এই পেসার।

Facebook Comments Box

Posted ৩:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com