রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবারো রাজশাহীর ক্রিকেটারদের চেক বাউন্স

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   80 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারো রাজশাহীর ক্রিকেটারদের চেক বাউন্স

দুর্বার রাজশাহী গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে ফেলেছে। দলটির সামনে শেষ চারে যাওয়ার ভালো সুযোগ আছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পাওয়া দলটির ক্রিকেটারদের পারিশ্রমিকের চেক আবারো বাউন্স করেছে।

জানা গেছে, সবার চেক বাউন্স হয়নি। সৌভাগ্যবান কয়েকজন ক্রিকেটার টাকা পেয়েছেন। অথচ চেক হাতে পেয়ে খুশিতে ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে সেলফি দিয়েছিলেন।

এর আগে বিপিএলের চট্টগ্রাম পর্বে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন। ম্যাচও বয়কট করতে চেয়েছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা।

বিসিবি আশ্বস্ত করায় ম্যাচ খেলেছিলেন এনামুল-তাসকিন-বার্লরা। তাসকিনদের অবশ্য ওই যাত্রায় ২৫ শতাংশ ক্যাশে পারিশ্রমিক দেওয়া হয়েছিল। কথা ছিল, চেকের মাধ্যমে আরও ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়া হবে। কিন্তু তারা তা পাননি।

যে কারণে ঢাকা পর্বে ম্যাচ বয়কট করেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। বিদেশি ছাড়াই রংপুর রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচও খেলে দুর্বার রাজশাহী।

ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিব জানিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে সকলে পারিশ্রমিক পেয়ে যাবেন। পারিশ্রমিক না দিলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। কিন্তু রাজশাহীর মালিকপক্ষ ক্রিকেটারদের সঙ্গে বারবার প্রতারণা করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা।

Facebook Comments Box

Posted ৩:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com