রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জোড়া গোল করে রিয়ালকে শীর্ষে তুললেন এমবাপ্পে

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   21 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জোড়া গোল করে রিয়ালকে শীর্ষে তুললেন এমবাপ্পে

লাস পালমাসের বিপক্ষে দারুণ জয়ের পথে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলের এই জয় রিয়াল মাদ্রিদকে তুলে দিল লা লিগার শীর্ষে।

ম্যাচের শুরুটা ছিল চমকপ্রদ। মাত্র ২৫ সেকেন্ডেই সান্দ্রোর ক্রস থেকে ফ্যাবিও সিলভা গোল করে এগিয়ে দেন লাস পালমাসকে। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় রিয়াল। ম্যাচের ১৮ মিনিটে বক্সের মধ্যে রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সমতা ফেরান এমবাপ্পে।

৩৩ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে যায় রিয়াল। এর ঠিক তিন মিনিট পর রদ্রিগোর ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলের ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘড়ি এক ঘণ্টা পেরোনোর আগেই রদ্রিগো চতুর্থ গোলটি করেন। এরপর লাস পালমাস ১০ জনের দলে পরিণত হয়। ৬৪ মিনিটে লুকাস ভাসকেজকে পা দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন বেনিতো রামিরেজ।

প্রায় আধঘণ্টা সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল। তবে এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। বর্তমানে রিয়ালের পয়েন্ট ৪৬। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা পিছিয়ে আছে ৭ পয়েন্টে।

Facebook Comments Box

Posted ৪:২২ পূর্বাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com