রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান চৌধুরী শাহী’র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   124 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান চৌধুরী শাহী’র ইন্তেকাল

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে সুপরিচিত ব্যক্তিত্ব, সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা এবং নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ উন্নয়ন সমিতির প্রধান উপদেষ্টা নুরুজ্জামান চৌধুরী শাহী আর নেই। গত ১৭ জানুয়ারী শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি লং আইল্যান্ডের গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দূরারোগ্য ব্যাধী ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ২ সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হোন। হাসপাতালে তিনি লাইফ সাপোর্টেই ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৮২ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন এবং নিউইয়র্কে বসবাস করতেন। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ছিলেন।

মরহুম শাহীর প্রথম নামাজে জানাজা শনিবার (১৮ জানুয়ারী) প্রথমে সকাল ১০ টায় ইসলামিক সেন্টার অব ডিয়ার পার্ক (৬৪২ গ্রেন্ড বুলেবার্ড, ডিয়ার পার্ক) এবং দ্বিতীয় জানাজার নামাজ ১:১০ মিনিটে (বাদ জু’হর) জ্যামাইকা মুসলিম সেন্টার (৮৫-৩৭, ১৬৮স্ট্রিট জ্যামাইকা) নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।

এদিকে নুরুজ্জামান চৌধুরী শাহী’র ইন্তেকালে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। শোক জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মারুফ চৌধুরী ও সাধারণ সম্পাদক অপু চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, সাধারণ সম্পাদক শাহীন আজমল, কানেকটিকাট আওয়ামী লীগের প্রেসিডেন্ট জুনেদ এ খান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com