শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল শুরুর নতুন তারিখ ঘোষণা, জানা গেল ফাইনালের ভেন্যু

খেলা ডেস্ক   |   সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   60 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইপিএল শুরুর নতুন তারিখ ঘোষণা, জানা গেল ফাইনালের ভেন্যু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময়সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলতি বছরের আইপিএল আসর শুরুর কথা ছিল ১৪ মার্চ। পরিবর্তিত সূচিতে এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে ২১ মার্চ। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৮তম আসরের ফাইনাল হবে ২৫ মে।

রোববার রাতে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন।

পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ। ওই আসর শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে আইপিএল শুরু হলে কিছুটা তাড়াহুড়ো হয়ে যেত। এ কারণে চ্যাম্পিয়নস ট্রফির শেষ ও আইপিএল শুরুর মধ্যে যেন দুই সপ্তাহের কাছাকাছি ব্যবধান রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠে পরের আসরের উদ্বোধনী ম্যাচ হওয়া একধরনের রীতি। তার ব্যতিক্রম হচ্ছে না এবারও। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হওয়ার কথা ইডেন গার্ডেনে। গত আসরের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজিব গান্ধী স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর।

এবারের আসরে ম্যাচসংখ্যা বাড়ানোর কথা থাকলেও সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএল পরিচালনা পরিষদ। গত তিন বছরের মতো এবারও ম্যাচ হবে ৭৪টি। আইপিএল সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষে এ মাসের শেষ দিকে চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে।

গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় বসেছিল আইপিএলের মেগা নিলাম। ৬৩৯ কোটি ১৫ লাখ রুপিতে মোট ১৮২ খেলোয়াড় কিনেছে টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি। ধরে রেখেছে ৪৬ খেলোয়াড়।

Facebook Comments Box

Posted ৬:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com