রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সহজ জয়ে বছর শুরু বার্সেলোনার

খেলা ডেস্ক   |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   54 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সহজ জয়ে বছর শুরু বার্সেলোনার

গেল বছরের শেষটা হতাশায় কেটেছিল বার্সেলোনার। পরপর দুই ম্যাচে হার নিয়ে ২০২৩ সাল শেষ করেছিল হ্যান্সি ফ্লিকের দল। তবে নতুন বছরের শুরুতে সেই গ্লানি ঝেড়ে ফেলে দারুণ এক জয় উপহার দিয়েছে বার্সেলোনা। কোপা দেল রে’র শেষ ৩২-এর ম্যাচে চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বারবাস্ট্রোর মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচে কোনো চমক না রেখে বার্সেলোনা সহজেই ৪-০ গোলের জয় তুলে নেয়।

প্রথম থেকেই আক্রমণের ধারা বজায় রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। গোলের জন্য অপেক্ষা করতে হয় মাত্র ২১ মিনিট। ডি ইয়ংয়ের ক্রসে আরাউজোর হেড থেকে বল পেয়ে যান এরিক গার্সিয়া। দারুণ এক হেডে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন এই ডিফেন্ডার। ১০ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভান্ডোভস্কি। তোরের ফ্রি কিক থেকে গোলমুখে সৃষ্টি হওয়া জটলার মধ্যে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জালে জড়ান পোলিশ তারকা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। ৪৭তম মিনিটে আবারও তোরে ও লেভান্ডোভস্কির জুটি কাজ করে। তোরের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভান্ডোভস্কি। এরপর ম্যাচের ৫৬তম মিনিটে স্কোরলাইনের পূর্ণতা দেন তোরে। এবার তিনি গোলদাতা। দারুণ এক শটে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৪-০ করেন বার্সেলোনার তরুণ তারকা।

নতুন বছরের প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বার্সেলোনা। তাদের পরবর্তী ম্যাচ স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।

Facebook Comments Box

Posted ৯:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com