রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোকে জায়গা দিতে ক্লাব ছাড়লেন আবুবকর

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   110 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোনালদোকে জায়গা দিতে ক্লাব ছাড়লেন আবুবকর

নতুন চ্যালেঞ্জ নিতে ৩৭ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। আড়াই বছরের চুক্তি করেছেন তিনি। প্রতি বছরে ২০৭ মিলিয়ন ডলার বেতন পাবেন পর্তুগিজ যুবরাজ। এত বিশাল বেতনে সৌদি ক্লাবটিতে যোগদান করলেও এখনো মাঠে নামা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর।

কারণ, সৌদি ক্লাব ফুটবলের নিয়ম অনুযায়ী মাত্র ৭ জন বিদেশি ফুটবলার খেলতে পারবেন একটি ক্লাবে। কিন্তু রোনালদো আসার পর আল নাসেরের সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় আটে। কোটা পূরণ হয়ে যাওয়ায় এই পর্তুগিজ তারকার রেজিস্ট্রেশন এতদিন আটকে ছিল। অবশেষে সমস্যার সমাধান হলো। নিবন্ধিত হলেন তিনি। যদিও রোনালদোকে নিবন্ধন করাতে গিয়ে কপাল পুড়েছে কাতার বিশ্বকাপে নেইমারদের কাঁদিয়ে দেওয়া ক্যামেরুনের তারকা ভিনসেন্ট আবুবকরের। তাকে ছেড়ে দিয়েছে সৌদি আরবের ক্লাবটি।

আল নাসের ক্লাবের একটি সূত্র জানায়, ‘পারস্পরিক সম্মতির ভিত্তিতে ভিনসেন্ট আবুবকরের চুক্তি বাতিল করেছে আল নাসর এবং তিনি তার আর্থিক অধিকার পরিপূর্ণভাবে ভোগ করবেন।’

এদিকে মজার ব্যাপার হচ্ছে, আবুবকরকে পেতে আগ্রহী রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। যেই ক্লাবের সঙ্গে বিশ্বকাপের মাঝেই সম্পর্ক ছিন্ন হয় রোনালদোর।

রোনালদোর নিবন্ধন প্রক্রিয়া শেষ হলেও মাঠে নামতে পারছেন না তিনি। রাগের মাথায় এভারটনের এক সমর্থকের ফোন ভাঙার দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা চলছে রোনালদোর ওপর। যদিও রোনালদো এখন আর প্রিমিয়ার লিগ তো দূরের কথা, ইউরোপীয় ক্লাব ফুটবলেরই অংশ নন। কিন্তু ফিফার আইন অনুযায়ী, মহাদেশ বদলে ফেললেও নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলছে না তার।

Facebook Comments Box

Posted ২:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com