
খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 82 বার পঠিত | পড়ুন মিনিটে
টটেনহ্যামের বিপক্ষে নিজে করেছেন দুই গোল। সতীর্থকে দিয়ে করিয়েছেন দুটি। লন্ডনে হটস্পার স্টেডিয়ামে সালাহর দাপটে ৬-৩ গোলে জিতেছে লিভারপুল। বড়দিনের উৎসবের আগে অনন্য কীর্তিও গড়েছেন মিশরীয় তারকা।
ভক্তদের ক্রিসমাসের উপহার দিয়েছেন সালাহ। কিন্তু নিজের কাছে নেই উপহার পাওয়ার কোন খবর। তার চুক্তি নবায়ন নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না লিভারপুল কর্তারা। চুক্তি নবায়নের প্রস্তাব পেয়েছেন কিনা?– এমন প্রশ্নে ‘না’ বলতে হয়েছে তাকে।
এবারের লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ১৫টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন সালাহ। চলতি আসরে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যা দ্বিতীয় সর্বাধিক গোলের রেকর্ড।
এমই অর্জনে খুশি সালাহ, ‘ম্যাচের আগে আমি এই বিষয়ে ভাবিনি। তবে এই অর্জনে আমি খুশি ও গর্বিত। আমি শুধু কঠোর পরিশ্রম করে যেতে চাই।’
Posted ৪:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter