
খেলা ডেস্ক | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 28 বার পঠিত | পড়ুন মিনিটে
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নতুন সূচির কারণে এটি স্থগিত করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আজ সাফ কম্পিটিশন কমিটির সভায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশই।
নতুন সূচি অনুযায়ী, , টুর্নামেন্টটি ২০২৫ সালের ১-১১ জুলাই অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এটি আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্টেডিয়ামের চলমান সংস্কার কাজ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণত সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলো এএফসির টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দেখা হয়। এ কারণেই নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।
Posted ১০:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter