রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বড় হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

খেলা ডেস্ক   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   38 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড় হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ওয়ানডে ম্যাচে তাও দারুণ লড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পেল না মেহেদী মিরাজের দল। ৭৯ বল থাকতে হারল ৭ উইকেটের বড় ব্যবধানে। এক ম্যাচ থাকতে হারল সিরিজ।

মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে একই উইকেট দ্বিতীয় ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। উইকেট থেকে শুরুর সুবিধা আদায় করতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক শেই হোপ। তবে স্বাগতিক বোলাররা সুবিধা আদায় করতে না পারলেও ভুলে ভরা ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে ফেরে বাংলাদেশ।

ফুল লেন্থের বলে সোজা ব্যাট চালিয়েও ক্যাচ দেন সৌম্য সরকার (২)। লিটন ১৯ বল খেলে মাত্র ৪ রান করে দৃষ্টিকটুভাবে আউট হন। এরপরই মিরাজ (১) বল ছাড়তে গিয়ে প্লেড অন হন। এক প্রান্তে ভরসা দিচ্ছিলেন তানজিদ তামিম। তিনি ৩৩ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৬ রান করে ফিরলে ৬৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে ঘুরে দাঁড়ানো তো দূরে উল্টো টপাটপ উইকেট হারিয়ে ১১৫ রানে ৭ উইকেট হয়ে যায় বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব ৯২ রানের জুটি গড়েন। তানজিম চারটি চার ও দুই ছক্কায় ৪৫ রান করে ফেরেন। রিয়াদ ৯২ বলে চার ছক্কা ও দুই চারে ৬২ রান করে আউট হলে ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

জবাবে ৩৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে ব্রেন্ডন কিং ও ইভিন লুইস ১০৯ রানের জুটি গড়েন। ওই জুটিতেই জয়ের পথ পরিষ্কার হয় ক্যারিবীয়দের। লুইস ৬২ বলে চারটি ছক্কা ও দুই চারে ৪৯ রান করে ফেরের। কিং ৭৬ বলে ৮২ রানের ইনিংস খেলেন। আটটি চার ও দুটি ছক্কা হাঁকান। এছাড়া কেসি কার্টি ৪৫ রান যোগ করেন। অধিনায়ক হোপ হার না মান ১৭ ও রুদারফোর্ড ২৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

Facebook Comments Box

Posted ৬:১০ পূর্বাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com