শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভেন্যু-সম্প্রচার-রেকর্ড মিলিয়ে একনজরে বিপিএল

খেলাধূলা ডেস্ক   |   শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   87 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেন্যু-সম্প্রচার-রেকর্ড মিলিয়ে একনজরে বিপিএল

শুরু: ৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি

ভেন্যু: মিরপুর শেরেবাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ ও সিলেট স্টেডিয়াম

ফরম্যাট: ৭টি দল রাউন্ড লিগ পদ্ধতিতে খেলবে। এর পর চারটি দল নিয়ে হবে কোয়ালিফায়ার। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনালে

সাত দল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স

দেখা যাবে: নাগরিক টিভিতে। এছাড়া ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ বিপিএলের স্বত্ত্ব নিয়েছে।

কে কতবার চ্যাম্পিয়ন

৩-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০১৫, ২০১৯ ও ২০২২), ঢাকা (২০১২, ২০১৩, ২০১৬), ১-রাজশাহী রয়্যালস (২০১৯-২০), রংপুর (২০১৭)

বিপিএলের প্রাইজমানি

চ্যাম্পিয়ন :২ কোটি টাকা

রানার্সআপ : ১ কোটি টাকা

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় : ১০ লাখ টাকা

মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ

২০২১-২২ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল

২০১৯-২০ রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্স

২০১৮-১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডিনামাইটস

২০১৭-১৮ রংপুর রাইডার্স ঢাকা ডিনামাইটস

২০১৬-১৭ ঢাকা ডিনামাইটস রাজশাহী কিংস

২০১৫-১৬ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বুলস

২০১২-১৩ ঢাকা গ্ল্যাডিয়েটর্স চিটাগং কিংস

২০১১-১২ ঢাকা গ্ল্যাডিয়েটর্স বরিশাল বার্নাস

অধিনায়কের নাম

ফরচুন বরিশাল :মেহেদী হাসান মিরাজ

রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান

খুলনা টাইগার্স : ইয়াসির রাব্বি

সিলেট সিপার্স : মাশরাফি বিন মুর্তজা

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ইমরুল কায়েস

ঢাকা ডমিনেটরস : নাসির হোসেন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : শুভাগত হোম

পরিসংখ্যান

ব্যক্তিগত সর্বোচ্চ রান

খেলোয়াড় ম্যাচ রান সর্বোচ্চ ১০০/৫০

তামিম ইকবাল ৭৯ ২৬২৮ ১৪১* ২/২৩

মুশফিকুর রহিম ৯৬ ২৫২৫ ৯৮* ০/১৬

মাহমুদউল্লাহ ৯১ ২০৭৫ ৭০* ০/১০

ইমরুল কায়েস ৯২ ১৯৭০ ৮১* ০/৯

এনামুল হক ৯৪ ১৮০৮ ৮৩ ০/৮

এক আসরে ব্যক্তিগত সর্বোচ্চ

খেলোয়াড় দেশ দল ম্যাচ রান মৌসুম

রাইলি রুশো- দ. আফ্রিকা- রংপুর রাইডার্স ১৪ ৫৫৮ ২০১৯

রাইলি রুশো- দ. আফ্রিকা- খুলনা টাইগার্স ১৪ ৪৯৫ ২০১৯-২০

মুশফিকুর রহিম-বাংলাদেশ- খুলনা টাইগার্স ১৪ ৪৯১ ২০১৯-২০

আহমেদ শেহজাদ-পাকিস্তান- বরিশাল বার্নাস ১২ ৪৮৬ ২০১২

ক্রিস গেইল- উইন্ডিজ- রংপুর রাইডার্স ১১ ৪৮৫ ২০১৭

ব্যক্তিগত সর্বোচ্চ

খেলোয়াড় (দেশ) দল রান প্রতিপক্ষ

ক্রিস গেইল (উইন্ডিজ) রংপুর রাইডার্স ১৪৬* ঢাকা ডিনামাইটস

তামিম (বাংলাদেশ) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৪১* ঢাকা ডিনামাইটস

ক্রিস গেইল (উইন্ডিজ) রংপুর রাইডার্স ১২৬* খুলনা টাইটান্স

সাব্বির রহমান (বাংলাদেশ) রাজশাহী কিংস ১২২ বরিশান বুলস

ক্রিস গেইল (উইন্ডিজ) বরিশাল বার্নাস ১১৬ ঢাকা গ্ল্যাডিয়েটর্স

সবচেয়ে বেশি ছয়

খেলোয়াড় ম্যাচ ছয়

ক্রিস গেইল ৫২ ১৪৩

তামিম ইকবাল ৭৯ ৮৪

ইমরুল কায়েস ৯২ ৮৩

মুশফিকুর রহিম ৯৬ ৮১

মাহমুদউল্লাহ ৯১ ৭৫

সবচেয়ে বেশি উইকেট

খেলোয়াড় ম্যাচ উইকেট সেরা বোলিং

সাকিব আল হাসান ৮৭ ১২২ ৫/১৬

রুবেল হোসেন ৭৭ ৯৬ ৪/২৩

মাশরাফি বিন মুর্তজা ৯১ ৮৫ ৪/১১

তাসকিন আহমেদ ৫৭ ৭৯ ৫/৩১

শফিউল ইসলাম ৭৭ ৭৯ ৫/২৬

এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট

খেলোয়াড় (দেশ) দল ম্যাচ উইকেট আসর

সাকিব আল হাসান (বাংলাদেশ) ঢাকা ডিনামাইটস ১৫ ২৩ ২০১৯

কেভন কুপার (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো) বরিশাল বুলস ৯ ২২ ২০১৫

সাকিব আল হাসান (বাংলাদেশ) ঢাকা ডিনামাইটস ১৩ ২২ ২০১৭

তাসকিন আহমেদ (বাংলাদেশ) সিলেট সিপার্স ১২ ২২ ২০১৯

মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ) রংপুর রাইডার্স ১৪ ২২ ২০১৯

সংখ্যাতথ্য

৫৯-সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ঢাকা। এই দলটি একেক সময় একেক নামে খেলেছে।

৫২-সবচেয়ে বেশি হার চিটাগাং এবং সিলেটের। এই দুটি দলও বিভিন্ন নামে বিপিএলে অংশ নিয়েছে।

৫-সবচেয়ে বেশি সেঞ্চুরি ক্রিস গেইলের।

২৫-সবচেয়ে বেশি ফিফটি তামিম ইকবালের।

১১-বিপিএলে এখন পর্যন্ত ১১ বার শূন্য রানে আউট হয়েছেন এনামুল হক বিজয়; যা ডাক মারার তালিকায় সর্বোচ্চ।

৯৬-সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম।

৮৬-অধিনায়ক হিসেবে ৮৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

৭১-আম্পায়ার হিসেবে ৭১টি ম্যাচ পরিচালনা করেছেন মাসুদুর রহমান।]

১৮বিপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় হাঁকিয়েছেন ক্রিস গেইল। ২০১৭ সালে মিরপুরে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে হার না মানা ১৪৬ রান করা গেইল রংপুর রাইডার্সের হয়ে হাঁকিয়েছিলেন ১৮টি ছক্কা। সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় প্রথম চারটি নাম গেইলের।

১৭৪.১৫-সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কার্লোস ব্রার্থওয়েটের। ১৭ ম্যাচে ৩১০ রান করা এ ব্যাটারের স্ট্রাইক রেট হলো ১৭৪.১৫।

২০১*-বিপিএলে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাককুলামের। ২০১৭ সালে মিরপুরে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ২০১ রান করেছিলেন তাঁরা। সর্বোচ্চ জুটির রানের দিক দিয়ে এটাই এখন পর্যন্ত সেরা।

৬/১৭:বিপিএলে সেরা বোলিং ফিগার পাকিস্তানের মোহাম্মদ আমিরের। ২০১৯-২০ মৌসুমে রাজশাহীর বিপক্ষে খুলনার এ বোলার ১৭ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

৬-বিপিএলে হ্যাটট্রিক করেছেন ছয় বোলার- মোহাম্মদ সামি, আল আমিন হোসেন, অ্যালিস ইসলাম, ওয়াহাব রিয়াজ, আন্দ্রে রাসেল এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

৭৫-সবচেয়ে বেশি ডিসমিসাল করেছেন নুরুল হাসান সোহান। ক্যাচ নিয়েছেন ৫১টি এবং স্টাম্পিং করেছেন ২৪টি।

১-আর একটি ক্যাচ নিতে পারলেই বিপিএলে ক্যাচ ধরার হাফ সেঞ্চুরি পূর্ণ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

১৭-এক আসরে সবচেয়ে বেশি ১৭টি ক্যাচ নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইমরুল কায়েস।

Facebook Comments Box

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com