রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারকে কপি করে পেনাল্টি মিস এমবাপ্পের

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   23 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেইমারকে কপি করে পেনাল্টি মিস এমবাপ্পের

এক সপ্তাহে দুটি পেনাল্টি মিস করেছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। লিভারপুল ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একই টেকনিকে, বাঁ পাশে একই রকম শট নিয়ে ব্যর্থ হন তিনি। সাবেক পিএসজি সতীর্থ নেইমার জুনিয়রকে অনুকরণ করে শট নিতে গিয়ে মিস করছেন ফ্রান্সম্যান্স। এমনটাই দাবি করেছেন আরএমসির ফুটবল বিশ্লেষক কেভিন দিয়াজ। তাঁর মতে, এমবাপ্পে পেনাল্টি বিশেষজ্ঞ নন। তাঁর টেকনিকও নেইমারের মতো নয়।

দিয়াজ বলেন, ‘এমবাপ্পের মিস হওয়া পেনাল্টিগুলো দেখুন। তিনি বিশেষজ্ঞ না হয়েও শট নিতে আসছেন। পেনাল্টিতে তাঁর বিশেষ দক্ষতা নেই। তিনি গোলরক্ষকের ওপর ঠিকঠাক নজরদারি করছেন, এমন ভান করেন। কিন্তু শট নেওয়ার সময় গোলরক্ষকের দিকে আর চোখই রাখেন না। পিএসজিতে পেনাল্টি নিয়ে নেইমারের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। এর পর থেকে তিনি নেইমারকে কপি করার চেষ্টা করেন। এমবাপ্পের ওপর ভক্তদের কতটা হতাশ হওয়া উচিত, এটি তার ভালো উদাহরণ।’

রিয়াল মাদ্রিদে চলতি মৌসুমের শুরুতে যোগ দিয়েছেন এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে সময়টা ভালো যাচ্ছে না তাঁর। মৌসুমে ১০ গোল হয়তো করেছেন। কিন্তু মাঠে চেনা এমবাপ্পেকে দেখা যায়নি। রিয়ালে সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে তিনি মানিয়ে নিতে পারেননি। পরে ভিনিসিয়ুসের সঙ্গে লেগানেসের বিপক্ষে পজিশন বদলান। ওই ম্যাচে এমবাপ্পে গোল পেলেও প্রশংসিত হন ভিনি। কারণ গোলটা নিজে না করে এমবাপ্পেকে দিয়ে করিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা।

লেগানেস ম্যাচে ইনজুরিতে পড়েন ভিনিসিয়ুস। রিয়ালের পরের তিন ম্যাচে লেফট উইংয়ে তাই নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল এমবাপ্পের। তিনি এক গোল পেলেও মিস করেছেন দুই পেনাল্টি। ম্যাচে রাখতে পারেননি ইমপ্যাক্ট। গেটাফের বিপক্ষে পেনাল্টি নিয়ে আবার গোল করেন মিডফিল্ডার জুড বেলিংহাম। পেনাল্টির দায়িত্ব থেকে এমবাপ্পেকে তাই সরিয়ে দেওয়ার পরামর্শ এসেছে।

Facebook Comments Box

Posted ৫:১১ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com