রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মন খারাপ উড়ন্ত সালাহর, এমবাপ্পের কাঁধে গুরুভার

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   16 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মন খারাপ উড়ন্ত সালাহর, এমবাপ্পের কাঁধে গুরুভার

সাউদাম্পটনের বিপক্ষে গত রোববার জোড়া গোল করে দলকে জিতিয়ে সবার প্রশংসায় ভাসছিলেন মোহামেদ সালাহ। মাঠে ঝড় তুললেও ফারাও রাজকুমার নিজে কিন্তু ভীষণ হতাশ। লিভারপুলের সঙ্গে তাঁর চুক্তি মাত্র সাত মাস বাকি। এত ভালো খেলার পরও ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব আসছে না। সেই হতাশা নিয়েই আজ প্রিয় অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের হেভিওয়েট লড়াইয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামছেন তিনি।

ভিনিসিয়ুস চোট পাওয়ায় স্বস্তিতে নেই রিয়ালও। লিভারপুলের মাঠে কিলিয়ান এমবাপ্পে কাঁধে দলকে জেতানোর গুরুভার। কারভাহাল, মিলিতাও, চুয়েমেনি, রদ্রিগোসহ আটজন চোটে মাঠের বাইরে। নতুন করে ইনজুরিতে পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

লিভারপুলে কেবল সালাহর ভবিষ্যৎই অনিশ্চিত নয়, ক্লাবের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য ভার্জিল ফন ডাইক, আলেকজান্ডার-আর্নল্ডের ভবিষ্যৎও অনিশ্চিত। চোটের কারণে মাঠের বাইরে থাকা আর্নল্ডের আবার রিয়ালে যাওয়ার গুঞ্জন রয়েছে।

এই অস্বস্তি থাকলেও নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুল কিন্তু দারুণ ছন্দে রয়েছে। প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে তারা ৮ পয়েন্টে এগিয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের চার ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। ডাচ কোচ স্লট দায়িত্ব নেওয়ার পর ১৮ ম্যাচের ১৬টি জিতেছেন। লিভারপুলের এই দুরন্ত ছুটে চলার অন্যতম কারিগর সালাহও। ৩২ বছর বয়সী এ উইঙ্গার চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্টও করেছেন।

কিন্তু রোববার দলকে জেতানোর পর অভিমানই ঝরে পড়ল তাঁর কণ্ঠে, ‘আমরা প্রায় ডিসেম্বরে চলে এসেছি, এখনও ক্লাবে থাকার কোনো প্রস্তাব পাইনি। আমার এখানে থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।’ ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব না পেয়ে তিনি যে হতাশ, সেটাও গোপন করেননি, ‘অবশ্যই হতাশ। আমি শিগগির অবসর নিচ্ছি না। আমি শুধু খেলায় মনোযোগ দিচ্ছি। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করছি। তবে আমি হতাশ, দেখা যাক কী হয়।’

Facebook Comments Box

Posted ৭:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com