
খেলা ডেস্ক | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 28 বার পঠিত | পড়ুন মিনিটে
জয়ের পথেই ছিল বার্সেলোনা। তবে ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া কাতালানরা নাটকীয়ভাবে দুই গোল হজম করে পয়েন্ট খোয়াল। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
শনিবার রাতে খেলার ১৫ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভান্ডোভস্কি। ম্যাচে নিয়ন্ত্রণ রেখেই জেতার দিকে যাচ্ছিলো তারা। ৮৪ মিনিট পর্যন্ত ম্যাচে তারা এগিয়েছিলো ২-০ গোলে। ৮২ মিনিটে মার্কো কাসাডো লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। পরে ৮৪ ও ৮৬ মিনিটে পর পর দুই গোল হজম করে হোঁচট খায় দলটি।
২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচে দুই গোলের লিড নেওয়ার পর পয়েন্ট হারাল বার্সেলোনা। কাকতালীয়ভাবে, সেবারও তাদের প্রতিপক্ষ ছিল সেল্টা। ওই ম্যাচে একটা সময়ে ৩-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। ৯৬ মিনিটে ইয়াগো আসপাসের গোলে ৩-৩ ড্র হয়েছিল ম্যাচ।
লিগে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা।
শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের থেকে দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে তিনে। তবে রিয়াল পরের দুই ম্যাচ জিতে বার্সার বেশ কাছে চলে আসতে পারে।
Posted ৫:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter