রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপ্পে কেন রিয়ালে ধুঁকছেন, ব্যাখ্যা দিলেন দেশম

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমবাপ্পে কেন রিয়ালে ধুঁকছেন, ব্যাখ্যা দিলেন দেশম

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের নাকি দ্বন্দ্ব লেগে গেছে। তাকে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দলে ডাকেননি কোচ দেশম।

সংবাদ মাধ্যম দাবি করেছে, এমবাপ্পে খেলতে চেয়েছিলেন। কিন্তু কোচ তাকে নিতে চাননি। আলোচনা এমন পর্যায়ে পৌঁছায় যে, দেশম কোচ থাকলে এমবাপ্পে ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না, এমন পর্যায়ে পৌঁছায়।

ওই কোচই জানিয়েছেন, এমবাপ্পে কেন রিয়াল মাদ্রিদের জার্সিতে ধুঁকছেন। কেন তার ফ্রান্স জাতীয় দলের ফর্ম কিংবা পিএসজির ফর্মকে লস ব্লাঙ্কোসদের জার্সিতে দেখাতে পারছেন না। এক্ষেত্রে তার খেলার পজিশনকে কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

দেশম বলেছেন, সে অনেগুলো পজিশনে খেলতে পারে। কিন্তু এটা জুটির সঙ্গে সমন্বয়ের ওপর নির্ভর করে। আপনার মনে হতে পারে, তাকে সেন্ট্রাল ফরোয়ার্ডে পজিশনে খেলানো পাগলামি হবে। কিন্তু এর আগে কার্লো আনচেলত্তি ও লুইস এনরিকের অধীনে ওই পজিশনে সে খেলেছে।’

খেলোয়াড় ও কোচ হিসেবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা দেশম বলেন, ‘স্ট্রাইকার হিসেবে তার প্রোফাইল অবশ্যই অলিভার জিরুদের মতো নয়। এটা নির্ভরও করে সে কোন দলের বিপক্ষে খেলছে। সে সেন্ট্রাল ফরোয়ার্ডে খেললেও বাঁ-পাশ ধরে খেলাটা তার বেশি পছন্দ। যদিও রিয়ালে তাকে ডান প্রান্ত দিয়ে খেলতে হচ্ছে। এটাই দলের ভারসাম্য।’

Facebook Comments Box

Posted ৩:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com