রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওমরাহ পালন করতে সৌদি আরবে সাকিব

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   31 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমরাহ পালন করতে সৌদি আরবে সাকিব

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ওমরাহ হজ পালন করতে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন। আজ মঙ্গলবার মোহাম্মদ শামিম খান নামের জনৈক বাংলাদেশির সোশ্যাল মিডিয়ায় করা লাইভে সাকিবকে মক্কায় ওমরাহ হজ পালনরত অবস্থায় দেখা যায়।

সেই লাইভে সাকিবকে জুব্বা পরিহিত অবস্থায় দেখা যায়। এ সময় এই অলরাউন্ডারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত সমর্থককে জটলা করতেও দেখা গেছে।

জাতীয় দলে সাকিব আল হাসান অধ্যায় এক প্রকার শেষই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছার কথা জানালেও তা পূরণ হওয়ার সম্ভাবনা কমই। ভারত সফরের পর আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময়টা যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে আছেন এই অলরাউন্ডার।

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন।

Facebook Comments Box

Posted ৩:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com