শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একনজরে সাত বিপিএল ফ্র্যাঞ্চাইজির কোন দলে কে

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   65 বার পঠিত   |   পড়ুন মিনিটে

একনজরে সাত বিপিএল ফ্র্যাঞ্চাইজির কোন দলে কে

মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া আসরের জন্য দলগুলো প্রস্তুত হচ্ছে। সব দল কাঙ্খিত স্পন্সর জোগাড় করতে পারেনি। মোটা অঙ্কের অর্থের ভার তাদের মাথার ওপর। এর মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলো এবং বিসিবির গর্ভনিং কাউন্সিল ‘সাধ্যের মধ্যে সেরা’ বিপিএল আয়োজন করতে চান।

বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও তারা ভালো দল গড়েছে। বরিশাল বড় বড় কিছু খেলোয়াড় টেনেছেন। সাকিব আছেন তাদের দলে। দেশি-বিদেশি খেলোয়াড় নিয়ে খুলনার দলও খারাপ নয়। দেখার থাকবে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স কেমন করেন। সব মিলিয়ে বিপিএলের আগে কোন দল কেমন দল গড়েছে তা দেখে নেওয়া যাক।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, শাহিন আফ্রিদি (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাসান আলী (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান) ও আবরার আহমেদ (পাকিস্তান)।

ড্রাফট থেকে: লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুর জামান, জাকের আলি অনিক, শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), সৈকত আলী, আবু হায়দার রনি, আশিকুজ্জামান, জোশ কব (ইংল্যান্ড), ব্রেন্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড ম্যালান (ইংল্যান্ড), নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাইদুল ইসলাম অংকন।

ঢাকা ডমিনেটরস: সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা) ও দিলশান মুনাভিরা (শ্রীলঙ্কা)।

ড্রাফট থেকে: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেন, শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), অলক কাপালি, আরিফুল হক, মনির হোসেন খান, মুক্তার আলী, মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন, উসমান ঘানি (ওয়েস্ট ইন্ডিজ), সালমান ইরশাদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: সরাসরি চুক্তি: আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্ফার (নেদারল্যান্ডস) ও আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা)।

ড্রাফট থেকে: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস), উন্মুখ চাঁদ (যুক্তরাষ্ট্র), তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা ও তৌফিক খান।

ফরচুন বরিশাল: সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, রাখিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), ইফতিখার আহমেদ (পাকিস্তান), নবীন উল হক (আফগানিস্তান), উসমান কাদির (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ও করিম জানাত (আফগানিস্তান)।

ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, হায়দার আলি (পাকিস্তান), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন, কেসরিক উইলিয়াম (ওয়েস্ট ইন্ডিজ)।

খুলনা টাইগার্স: সরাসরি চুক্তি: তামিম ইকবাল, আজম খান (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আভিস্কা ফার্নান্ডো (শ্রীলঙ্কা) ও নাসিম শাহ (পাকিস্তান)।

ড্রাফট থেকে: মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল ফন মেকেরিন (নেদারল্যান্ডস), শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান ও মাহমুদুল হাসান জয়।

রংপুর রাইডার্স: সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হারিফ রউফ (পাকিস্তান), মোহাম্মদ নেওয়াজ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) ও জেফ্রি ভ্যান্ডারসাই (যুক্তরাষ্ট্র)।

ড্রাফট থেকে: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম হোসেন, রিপন মণ্ডল, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোনস (যুক্তরাষ্ট্র), রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক ও আলাউদ্দিন বাবু।

সিলেট স্ট্রাইকার্স: সরাসরি চুক্তি: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা) রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা) ও কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস)।

ড্রাফট থেকে: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরস (ইংল্যান্ড), গুলবাদিন নাইব (আফগানিস্তান), জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফউল্লাহ ও তানজিম হাসান সাকিব, তাবিউর রহমান।

Facebook Comments Box

Posted ২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com