সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্রঙ্কসে সনাতন ধর্মের শ্যামা পুজা অনুষ্ঠিত

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক   |   শনিবার, ০২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   149 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রঙ্কসে সনাতন ধর্মের শ্যামা পুজা অনুষ্ঠিত

নিউইয়র্কের ব্রঙ্কসে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
হিন্দু পূরাণ মতে- কালী দেবী দূর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে- শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

কালী পূজার দিন হিন্দু সম্প্রদায় প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলী।
দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মন্ডপে মৃন্মময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালীপূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীর রূপে কালীর পূজা অনুষ্ঠিত হয়।

গত ৩১শে অক্টোবর বৃহস্পতিবার ব্রঙ্কসের পৃথক দুটি পূজা মন্ডপ ব্রঙ্কস পুজা কমিটি ইনক ও রাধা কৃঞ্চ সেবক সংঘ ইউএসএ ইনক শ্যামা পুজার আয়োজন করে।এতে বিপুল সংখ্যক সনাতন ধর্মের মানুষের ঢল নামে।নারী পুরুষ উভয়ে মিলে জড়ো হন দ্বিতীয় ধর্মীয় উৎসবে।সবশেষে প্রষাদ বিতরনের মাধ্যমে পুজার আনুষ্ঠানিকতা শেষ হয়।

Facebook Comments Box

Posted ২:০৪ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com