
খেলা ডেস্ক | শনিবার, ০২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত | পড়ুন মিনিটে
২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। যদিও এখনো এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নেননি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তবে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে নানান প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।
সম্প্রতি ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য মেসির সাক্ষাৎকার নেন সংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সেখানে মেসি আগামী বিশ্বকাপ খেলবেন কি না? ক্যারিয়ার শেষে কোচ হতে চান কি না? এমন অনেক প্রশ্ন করেন তিনি।
জবাবে মেসি বলেছেন, ‘আসলে আমি এখনও জানি না যে ২০২৬ বিশ্বকাপ খেলবো কিনা। এ বিষয়ে আমাকে প্রচুর প্রশ্ন শুনতে হয়। বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এই বছরটি ভালোভাবে শেষ করতে চাই। এরপর ভালো একটি প্রাক-মৌসুমের মাধ্যমে পরের বছরটি শুরু করতে চাই। অনেক ভ্রমনের কারণে গেল বছর যেটা হয়নি আমার ক্ষেত্রে।’
মেসি জানিয়েছেন, অবসরের পর কোচিং তাকে তেমন আকৃষ্ট করে না, তবে তিনি একেবারে এ পথটি বর্জনও করছেন না। মেসি বলেন, ‘আমি জানি না অবসরের পরে ঠিক কী করতে চাই। কোচিংয়ে যাওয়ার ইচ্ছা আমার নেই, তবে কিছু এখনও স্পষ্ট নয়। আমি দিনকে দিন জীবনযাপন করতে পছন্দ করি, তাই বর্তমানে শুধু খেলা, অনুশীলন এবং মাঠে মজা করাই আমার লক্ষ্য।’
Posted ৪:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter