রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের প্রথম দিনের অনুশীলনে নেই সাকিব

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   136 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরিশালের প্রথম দিনের অনুশীলনে নেই সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি। এবারের আসরকে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে ফরচুন বরিশাল। তবে প্রথম দিনে দলীয় অনুশীলনে দেখা যায়নি দলটির অধিনায়ক সাকিব আল হাসানকে। এদিন বিশ্রামে ছিলেন এই টাইগার ক্রিকেটার।

জানা গেছে, ছুটি কাটিয়ে সাকিব অনুশীলনে ফিরবেন ৫ জানুয়ারি। তবে বাকিরা সবাই অনুশীলন করেছেন। মাঠে ছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজসহ অনেকেই। বল হাতে মাঠে কসরত করেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ ও এবাদত হোসেনরা।

বিপিএলের এবারের আসরে আগামী ৭ জানুয়ারি সিলেট স্টাইকার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিবরা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

ফরচুন বরিশাল দল-

সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান), উসমান কাদির (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ও করিম জানাত (আফগানিস্তান)।

ড্রাফট : মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, হায়দার আলি (পাকিস্তান), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন ইমন।

Facebook Comments Box

Posted ১২:১২ অপরাহ্ণ | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com