
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 195 বার পঠিত | পড়ুন মিনিটে
সাংবাদিক মনির হায়দারের মা ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য মনিজা রহমানের শ্বাশুড়ি শামসুন্নাহার (৭৭) গত বুধবার ইন্তেকাল করেছেন। ইন্না—লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল সোয়া ৪টায় ইন্তেকাল করেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় জানাজা শেষে মেহেরপুরের আমঝুপি ইসলামনগর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক মনির হায়দার মায়ের মৃত্যুর খবর শোনার পরপরই বুধবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মমিন মজুমদার এক বিবৃতিতে মা শামসুন্নাহারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
Posted ৪:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
nykagoj.com | Monwarul Islam