
খেলাধুলা ডেস্ক | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 78 বার পঠিত | পড়ুন মিনিটে
ইংল্যান্ডের ইনিংসের শুরুটা দেখে মনে হচ্ছিল, প্রথম টেস্টের পুনরাবৃত্তিই বুঝি হতে চলেছে। বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরিতে সফরকারীরা সে পথেই ছিল। কিন্তু দিনের শেষ ঘণ্টায় আচমকা এলোমেলো হয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং।
শেষ বিকেলে এক পর্যায়ে ১৮ বলের মধ্যে ৪ উইকেট হারায় তারা। অফস্পিনার সাজিদ খান ও বাঁহাতি স্পিনার নুমান আলি দ্বিমুখী আক্রমণে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৩৯ রান করেছে সফরকারীরা। পাকিস্তান থেকে এখনও ১২৭ রান পিছিয়ে তারা।
মুলতানে পাকিস্তানের প্রথম ইনিংস ৩৬৬ রানে গুটিয়ে দিয়ে লাঞ্চের পর ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দুই ইংলিশ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে ১২ ওভারে ৭২ রান তুলে নেন। এর পর ক্রলি ও পোপ আউট হলেও ম্যাচ ইংল্যান্ডের নিয়ন্ত্রণেই ছিল। ৪১ ওভারে ২ উইেকেট ২১০ রান তুলে নিয়েছিলেন তারা।
এর পরই নামে ধস। যার সূচনা জো রুটকে দিয়ে। সুইপ করতে গিয়ে সাজিদের বল স্টাম্পে টেনে আনেন তিনি। পরের ওভারে সাজিদের স্পিনে স্লিপে ক্যাচ দেন সেঞ্চুরিয়ান ডাকেট। ওই ওভারে শেষ বলে আগের টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা হ্যারি ব্রুকের স্টাম্প ছত্রখান করে দেন ৩১ বছর বয়সী এ স্পিনার। পরের ওভারে নুমান আলির বলে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ক্যাচ দিলে হঠাৎ করেই বিপদে পড়ে যায় সফরকারীরা।
Posted ৩:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
nykagoj.com | Stuff Reporter