
খেলাধুলা ডেস্ক | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 43 বার পঠিত | পড়ুন মিনিটে
ভারত ভয়ডরহীন ক্রিকেট খেলা একটি দল। ১৬ বছরের কিশোরও ভারতের জার্সিতে খেলতে নামলে উত্তাপটা অন্যরকম থাকে। সেখানে তাদের বর্তমান টি২০ দলের সবাই আইপিএলে পারফর্ম করা। অভিষেক শর্মা, নিতিশ কুমার রেড্ডিরা কতটা ভালো ক্রিকেটার, সে প্রমাণ গোয়ালিয়রে সিরিজের প্রথম টি২০তে দিয়েছে।
সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচেও সে ধারাবাহিকতা রাখতে মরিয়া থাকবে ভারত। দিল্লির চেনা কন্ডিশনে বড় ইনিংস খেলার লক্ষ্য থাকবে প্রথমে ব্যাট করার সুযোগ পেলে। বোলিং পেলে প্রতিপক্ষ বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে খেলবে দলটি। যদিও সংবাদ সম্মেলনে সিরিজ জয়ের ব্যাপারে কিছুই বলেননি ভারতের দলীয় প্রতিনিধি আর্শদীপ। বরং তিনি বলেছেন, আজ মাঠে এসে স্বাভাবিক খেলাটা খেলতে চান তারা।
২০১৯ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম এবং একমাত্র টি২০ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। লো স্কোরিং সে ম্যাচে দারুণ বোলিং করেছিল টাইগার বাহিনী। এই ছয় বছরে দিল্লির উইকেটে অনেক পরিবর্তন এসেছে। হাই স্কোরিং অনেক ম্যাচ হয়েছে এ মাঠে। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচেও রানের উইকেট করা হয়ে থাকতে পারে। যদিও উইকেট নিয়ে আর্শদীপদের মাথাব্যথা নেই। তারা চান নিজেদের সেরা ক্রিকেট খেলে দর্শকদের বিনোদন দিতে।
আর্শদীপ বলেন, ‘আইপিএলের এই মৌসুমে আমাদের কোনো ম্যাচ ছিল না। তবে এই মাঠের রান দেখা হয়নি। আমি উইকেটও দেখিনি। আমরা কাল (আজ) মাঠে এসে কন্ডিশন পর্যালোচনার পর সে অনুযায়ী পরিকল্পনা করা হবে। কোচ ও অধিনায়ক উইকেট দেখে আমাদের পরিকল্পনা দেবে।’
গোয়ালিয়রে বোলিং ও ব্যাটিংয়ের মহাদাপট দেখিয়ে ম্যাচ জিতেছে ভারত। দিল্লিতেও একপেশে খেলার সম্ভাবনা কম। কারণ বাংলাদেশ এই ভেন্যু সম্পর্কে কম-বেশি জানে। যদিও আর্শদীপরা প্রতিপক্ষ ও অতীত রেকর্ড নিয়ে ভাবছে না। তিনি বলেন, ‘আমরা স্বাভাবিক মাইন্ড সেট নিয়ে ম্যাচে আসব। নির্দিষ্ট কোনো মাইন্ড সেট না। কন্ডিশনে মানিয়ে নিয়ে খেলার মাইন্ড সেট।’
ভারতের টি২০ দলটি অনভিজ্ঞ হলেও শক্তিশালী বোলিং লাইনআপ আছে। গতির ঝড় তোলা এবং কৌশলী পেস বোলার নিয়ে খেলছে তারা। আবার স্পিন বিভাগেও বৈচিত্র্য রেখেছে। প্রতিপক্ষকে চাপে রাখতে লেগি ও অফ মিলে দারুণ বোলিং ইউনিট তারা। তাই দিল্লিতেও দেখা যেতে পারে ভারতের আইপিএল শো।
Posted ৩:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
nykagoj.com | Stuff Reporter