রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের মিরপুরে অবসরের ভালো সম্ভাবনা দেখছে বিসিবি

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিবের মিরপুরে অবসরের ভালো সম্ভাবনা দেখছে বিসিবি

অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তা জটিলতায় তার দেশে ফেরা নিয়ে শঙ্কা আছে। তবে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের বাংলাদেশে এসে অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে।

সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেই অবসর নেওয়ার।’

এর আগে কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব জানান, মিরপুরে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অবসরে যেতে চান তিনি। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। তার শঙ্কা মূলত দেশে ফিরলে গ্রেপ্তার হওয়া নিয়ে। শেখ হাসিনা দেশ ত্যাগের পর এরই মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

সেসময় সাকিব জানান, তিনি বাংলাদেশের নাগরিক। তার দেশে ফিরতে কোন বাধা নেই। কিন্তু দেশ থেকে আবার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরতে পারা নিয়ে শঙ্কা আছে। বিসিবি বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলছে বলেও জানান তিনি। কিন্তু বিসিবি সভাপতি ফারুক ওই ঘটনার পরপরই জানান, সাকিবের নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কারণ তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী নেই। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে এমপি সাকিবের নিরাপত্তা দেওয়া কঠিন। পরে অবশ্য ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিবের নিরাপত্তা দিতে তারা সব ধরনের ব্যবস্থা নেবেন।

বিষয়টি নিয়ে সোমবার বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘লিগ্যাল প্রসিডিউর আমি বলতে পারব না। আমি তো একজন বোর্ড সভাপতি মাত্র। সাকিবের ব্যাপারটি পুরোপুরি সরকারের পর্যায় থেকে আসতে হবে। আগেও বলেছি, আইনশৃঙ্খলা বাহিনী আছে, উপদেষ্ট আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমরা স্টেডিয়ামের ভেতরে সে ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন মাঠে যাবে, এসব দায়িত্ব আমরা নিতে পারব।’ মিরপুরে আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ।

Facebook Comments Box

Posted ৩:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com