বুধবার ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সুলতান মনসুর বিমানবন্দরে আটক

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   11 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুলতান মনসুর বিমানবন্দরে আটক

ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব।

তিনি জানান, সুলতান মনসুর ভোরে দেশে ফিরেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। তাঁকে মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা গেছে, সুলতান মনসুর অনেক দিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ছিলেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের টিকিটে এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক খ্যাতিমান এ ছাত্রলীগ নেতা। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় ওয়ান ইলেভেনের সময় সংস্কারবাদী হিসেবে পরিচিতি লাভ করেন। পরে আওয়ামী লীগ থেকে বাদ পড়েন।

পরে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত হন। ওই সময় বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনেও ভূমিকা রাখেন তিনি।

সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে ১৯৮৯-৯০ মেয়াদে ডাকসুর ভিপি নির্বাচিত হন। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এই নেতা নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৬:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com