
খেলা ডেস্ক | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 93 বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেল বাংলাদেশের প্রস্তুতি। শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার রাতে ওয়ার্মআপ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি নিগার সুলতানার দল। ৩৩ রানে হার মানে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রান করে। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দল ১১০ রানে থেমে যায়।
দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে, শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। হাসিনি পেরেরা করেন সর্বোচ্চ ৪৩ রান। স্বর্ণা আক্তার ২টি উইকেট নেন, আর বাকিরা প্রত্যেকেই একটি করে উইকেট নেন
জবাবে ব্যাট করতে নেমে, বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১০ রান করতে সক্ষম হয়। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩০ রান করেন, কিন্তু দলের বাকি খেলোয়াড়েরা বড় রান করতে ব্যর্থ হন।
নিজেদের ঝালাই করে নিতে বাংলাদেশ দল আরও একটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে। আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে।
Posted ৯:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter