
খেলা ডেস্ক | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 15 বার পঠিত | পড়ুন মিনিটে
কানপুরে প্রথম দিন বৃষ্টির ফাঁকে খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। কানপুরের আবহাওয়া দ্বিতীয় দিনেও উন্নতি হয়নি। বৃষ্টি বাগড়ায় দ্বিতীয় দিনে হতে পারল না এক বলও। দুপুরে বৃষ্টি থামলেও আকাশ ছিলো ঘন কালো। মাঠ প্রস্তুত করে খেলা শুরুর অবস্থা করা যায়নি। পরে আরেক দফা হালকা বৃষ্টি নামলে পরিত্যক্ত হয়ে যায় দিনের খেলা। শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
এর আগে প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে আজ সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। তখনই ধারণা করা হয়, খেলা শুরু হতে বেশ দেরি হবে। তাই গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে যান রোহিতরা। এরপর টিম হোটেলে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্তরাও।
গতকাল বৃষ্টি বাধার আগে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। অপরাজিত আছেন মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬*।
জানা গেছে, আগামীকাল পরিস্থিতির তুলনামূলক উন্নতি হবে। আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। তবে, তৃতীয় দিন বিকেলের পর থেকে উন্নতি হবে আবহাওয়ার। সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ ম্যাচের শেষ দুইদিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই কানপুরে। শেষ দুদিন পুরো খেলা হবে বলে আশা করা হচ্ছে।
Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter