
খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 32 বার পঠিত | পড়ুন মিনিটে
অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। ওই সিরিজের আগে বিসিবির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চার প্রতিনিধি দল। তারা মিরপুর ও চট্টগ্রাম স্টেডিয়াম পরিদর্শন করে ও বিসিবির নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সোমবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, ‘নারী টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেছে। যে কারণে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার একটা উদ্বেগ ছিল। তারা নিজেরা এসে নিরাপত্তা ব্যবস্থা কীভাবে সাজিয়েছি তা পরিদর্শন করতে চেয়েছিল। সেটা তারা করেছে।’
এদিন মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর মহড়া হয়েছে। বিষয়টি নিয়ে সাবেক ওপেনার নাফিস জানান, এটা আন্তর্জাতিক সিরিজের আগে বোর্ডের নিয়মিত মহড়ার অংশ। কিছু সিরিজে নিরাপত্তা মহড়া হয়নি। এখন সরকারের নিরাপত্তা বিভাগে পরিবর্তন আসায় মহড়া দেওয়া হয়েছে। প্রোটিয়া বোর্ড নিরাপত্তা ব্যবস্থা দেখতে চাওয়ায় ওই মহড়া দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পরিদর্শকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাফিস। তারা দেশে ফিরে বোর্ডকে সিদ্ধান্ত জানাবেন। এরপরই সিরিজের বিষয়টি চূড়ান্ত হবে। নাফিস বলেন, ‘তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তারা সন্তুষ্ট। বারবার তারা বিসিবি’র নিরাপত্তা সংশ্লিষ্টকে ধন্যবাদ জানিয়েছেন। তারা দেশে গিয়ে রিপোর্ট দেবেন, এর মধ্যে আমরা বাকি কাজগুলো সেরে নেব।’
আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। ১৮-২০ অক্টোবর অনুশীলন করবে প্রোটিয়ারা। ২১ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট খেলবে দুই দল। চট্টগ্রামে ২৯ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter