শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচদিন ভালো খেলাই বাংলাদেশের মূল লক্ষ্য

খেলা ডেস্ক   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   26 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাঁচদিন ভালো খেলাই বাংলাদেশের মূল লক্ষ্য

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আনন্দে বিভোর হয়ে থাকার সময় পাননি টেস্ট দলের ক্রিকেটাররা। ভারত সফরের প্রস্তুতিতে নেমে পড়তে হয়েছে ৮ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর থেকে অফিসিয়াল অনুশীলন ছিল কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে। দেখতে দেখতে অনুশীলন পর্ব শেষ। এবার ভারত যাওয়ার পালা।

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিক ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে পুরো পাঁচ দিনই ভালো খেলার প্রত্যাশা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার আশা, পাঁচদিন লড়াই করতে পারলে রেজাল্ট নিজেদের দিকেও আসতে পারে।

রোববার দুপুরে ঢাকা থেকে সরাসরি চেন্নাইর ফ্লাইট ধরছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সামনে এসে ভারত সফর নিয়ে শান্ত বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেও আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ…আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করা। নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব তবে চ্যালেঞ্জিং।’

ব্যক্তিগত প্রত্যাশা নিয়ে অধিনায়ক বলেন, ‘আমার ব্যক্তিগত প্রত্যাশার কথা বলবে বলবো, দল জিতুক। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, দলকে কিছু দেওয়া, কন্টিবিউট করার।’

সাকিব আল হাসান ছাড়া কোচিং স্টাফ ও ১৫ ক্রিকেটার থাকছেন বহরে। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি এ অলরাউন্ডার। সিরিজ শেষ করে পাকিস্তান থেকে সরাসরি লন্ডনে গিয়েছিলেন সাকিব।

ভারতের বিপক্ষে সাকিবের থেকে কি আশা করেন, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমার মনে হয় উনার (সাকিব) প্রস্তুতি ভালো হয়েছে (কাউন্টি ক্রিকেটে)। আশা করবো, ভারতের বিপক্ষে ভালো কিছু করবেন।’

ভারতের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এছাড়া কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতে তিন দিনের অনুশীলন ক্যাম্প করবে সফররত বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট শেষে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি হবে গোয়ালিয়রে। এরপর ৯ অক্টোবর দিল্লিতে ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।

Facebook Comments Box

Posted ৭:২১ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com