শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জোড়া গোলে লা লিগায় গোলখরা কাটালেন এমবাপ্পে

খেলা ডেস্ক   |   সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   47 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জোড়া গোলে লা লিগায় গোলখরা কাটালেন এমবাপ্পে

নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে শুরুটাও দারুণ করেছিলেন এমবাপ্পে। অভিষেক ম্যাচে উয়েফা সুপার কাপের শিরোপা লড়াইয়ে গোলও পেয়েছিলেন। তবে লা লিগায় তার গোল না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল বটে। সেই আলোচনার অবসান হলো এবার। গত রাতে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতয়ার্ধে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে।

বার্নাব্যুতে ম্যাচের প্রথম দশ মিনিটের মাথায় তিন দফায় আক্রমণ করে ভীতি ছড়ায় বেটিস। ম্যাচের ২০ তম মিনিটে জোরালো আক্রমণ করে স্বাগতিকরা। রদ্রিগোর কর্ণার থেকে হেড করেন এডার মিলিতাও। তবে দারুণ দক্ষতায় তা ফিরিয়ে দেন বেতিস গোলরক্ষক রুই সিলভা। প্রথমার্ধের আগে আরও দুইবার গোলের সুযোগ পায় মাদ্রিস্তারা। দুইবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। যার ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয় দুই দলকে।

ম্যাচের ৫০ মিনিটে ভিনিসিয়াসের শট বেটিসের এক ডিফেন্ডারের পা ছুঁয়ে পোস্টে লাগে। ফিরতি বলে বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন এমবাপ্পে। একের পর এক আক্রমণের ফল হিসেবে ম্যাচের ৬৭ মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ভালভার্দের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপান এমবাপ্পে।

প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি দলটির। ম্যাচের ৭৫ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আগের ম্যাচে পেনাল্টি কিক নেওয়া ভিনিসিয়াস এবার নিজেই এই দায়িত্ব দেন এমবাপ্পেকে। বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ পায়নি কেউ। ৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রিয়াল। আর ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Facebook Comments Box

Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com