সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বকাপ ফাইনালের পর কেমন হবে মেসি–এমবাপ্পের সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   164 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ ফাইনালের পর কেমন হবে মেসি–এমবাপ্পের সম্পর্ক

বিশ্বকাপ ফাইনালটা অন্য অর্থে মেসি আর এমবাপ্পের লড়াইও ছিল। গোল্ডেন বুট আর গোল্ডেন বল নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুই পিএসজি সতীর্থের। ফাইনালে মেসি, এমবাপ্পে দুজনই গোল পেয়েছেন। তবে এমবাপ্পে এক ধাপ এগিয়ে গেছেন ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে জিওফ হার্স্টের হ্যাটট্রিকের পর প্রথম হ্যাটট্রিকটা করে। গোল্ডেন বল না পেলেও গোল্ডেন বুটটা তিনি পেয়েছেন বিশ্বকাপে ৮ গোল করে। তবে গোল্ডেন বলটাও যে এমবাপ্পের পাওয়া উচিত ছিল, তা নিয়ে কথাবার্তাও আছে সাবেক তারকাদের মধ্যে।

বিশ্বকাপ ফাইনালের এক পর্যায়ে মেসি–এমবাপ্পে কেউ কারও দিকে তাকাননি

বিশ্বকাপ ফাইনালের এক পর্যায়ে মেসি–এমবাপ্পে কেউ কারও দিকে তাকাননি। ছবি : এএফপি

ফাইনালে লড়াইয়ের তীব্রতা দুজনের সম্পর্কে কি কোনো প্রভাব রাখবে? পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের অবশ্য সেটি মনে করেন না। আজ প্যারিসে স্ত্রাসবুর্গের বিপক্ষে ফ্রেঞ্চ লিগের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে গালতিয়ের আশা প্রকাশ করেছেন, দুজনের সম্পর্ক খারাপ হবে না।

পিএসজি কোচ বলেছেন, ‘আর্জেন্টিনায় এমবাপ্পেকে নিয়ে কী ঘটেছে, আমি জানি না। জানতেও চাই না। কিন্তু ব্যক্তিগতভাবে মেসি কি এমবাপ্পেকে অসম্মান করেছে? অবশ্যই না। ফাইনালের পর মেসি এমবাপ্পের সঙ্গে হাত মিলিয়েছে, তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছে। এমবাপ্পেও মেসি বিশ্বকাপ জেতার পর অভিনন্দন জানিয়েছে। তার ও কোচ স্কালোনির সঙ্গে হাত মিলিয়েছে। দুজনই আচরণে উদাহরণ গড়েছে। এটাই আসল। তাই সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণই নেই।’(প্রথম আলো)

Facebook Comments Box

Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com