রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিসিবি ধ্বংসের ফলে বাংলাদেশের কাছে হার, দাবি ইমরান খানের

খেলা ডেস্ক   |   বুধবার, ২৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   57 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিসিবি ধ্বংসের ফলে বাংলাদেশের কাছে হার, দাবি ইমরান খানের

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। এই হারকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্রিকেটে এই ধসের দায় বোর্ড এবং বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে দিয়েছেন তিনি। নাকভিকে দুর্নীতিবাজ বলেও অ্যাখ্যা দিয়েছেন।

ইমরান খান লেখেন, ‘দুবাইয়ে স্ত্রীর নামে মহসিন নাকভির ৪০০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। তিনি গম ক্রয় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। দেশের সবচেয়ে প্রতারণামূলক নির্বাচনে পেছন থেকে কলকাঠি নেড়েছেন। তার যোগ্যতা কী? তার অধীনে, দেশের আইনের শাসন একেবারে ধ্বংস হয়ে গেছে। খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে প্রতিদিন মানুষ মারা হচ্ছে। পাঞ্জাব পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে পিটিআই ধ্বংস করার। চোর-ডাকাতদের এতো ক্ষমতা দেওয়া হয়েছে যে, তারা পুলিশ পর্যন্ত হত্যা করছে। নাকভির বিরুদ্ধে ২০০৮ সালে ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো তদন্তে নেমেছে।’

পাকিস্তানের লোকজন একটা জিনিস উপভোগ করত, আর সেটা ক্রিকেট। যা ধ্বংস করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন ইমরান খান, ‘টিভিতে দেশের মানুষ আনন্দ নিয়ে একটা জিনিস দেখত, তা হলো ক্রিকেট। কিন্তু বোর্ড নিয়ন্ত্রণ করতে অযোগ্য লোক এনে বসানো হয়েছে এবং ক্রিকেট ধ্বংস করা হয়েছে।’

তার মতে, বাংলাদেশের বিপক্ষে হারের কারণ দুর্নীতিগ্রস্ত এই বোর্ড দায়ী, ‘প্রথমবার আমরা বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলাম না, প্রথমবার টি-২০ বিশ্বকাপের কোয়ার্টারে যেতে ব্যর্থ হয়েছে দল। এবার তো আমরা বাংলাদেশের কাছে বিব্রতকর হারের স্বাদ পেলাম, যা ক্রিকেটকে আরও নিচে নামিয়ে দিল। আড়াই বছর আগে এই দল ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল, এই আড়াই বছরে কী এমন হলো যে, বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারতে হলো? সবকিছু এভাবে ধ্বংসের মূলে ওই একটা প্রতিষ্ঠান।’

Facebook Comments Box

Posted ৪:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com