শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভুটানের সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   69 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভুটানের সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করে আসছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে প্রতিপক্ষও চূড়ান্ত করে ফেলেছে বাফুফে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল।

দুটি ম্যাচ ঢাকায় নাকি থিম্পুতে হবে, তা নিশ্চিত হয়নি। বাফুফে চেয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায় ভুটানের বিপক্ষে খেলতে। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভুটান ঢাকায় আসতে আগ্রহ দেখাচ্ছে না। নিজেদের মাঠে খেলতে চায়। ম্যাচ দুটি কোথায় হবে, তার সিদ্ধান্ত আজকে হতে পারে বলে গতকাল সংবাদ মাধ্যমকে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, ‘আমরা ঢাকায় খেলার ব্যাপারে নিশ্চিত ছিলাম। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি নিয়ে ভুটান উদ্বিগ্ন। আগামীকাল (সোমবার) তারা আমাদের জানাবে। যদি হোমে না হয়, তাহলে ভুটানের মাঠে গিয়ে খেলব।’

ফিফা উইন্ডো হলো ২-১০ সেপ্টেম্বর। ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাব্য তারিখ ৬ ও ৯ সেপ্টেম্বর। মূলত ২০২৫ সালে এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের তৈরি রাখতে চায় জামাল ভূঁইয়া-শেখ মোরসালিনরা। এ বছরের ডিসেম্বরে হবে এশিয়ান কাপের বাছাই পর্বের ড্র। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী, সেখানে বাংলাদেশ আছে চার নম্বর পটে। তার আগে যদি র‍্যাঙ্কিংয়ে এগোতে পারে, তাহলে তিন নম্বর পটে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে এগিয়ে ভুটান (১৮২)। তাদের বিপক্ষে জিততে পারলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হবে। সেই ক্ষেত্রে ড্রতে তিন নম্বর পটে পড়ার সম্ভাবনা আছে লাল-সবুজের দলটির। বিষয়টি মাথায় রেখেই ভুটানের সঙ্গে খেলার সিদ্ধান্ত বাফুফে নিয়েছে বলে জানান ইমরান, ‘এশিয়ান কাপ বাছাইয়ে শেষ পর্যন্ত যদি আমরা চার নম্বর পটে থাকি, তাহলে তিনটি দলই কঠিন হবে। সেই ড্রয়ের আগে আমাদের সামনে আছে ভুটান। তাদের বিপক্ষে জিতলে র‍্যাঙ্কিং বাড়বে, সে ক্ষেত্রে তিন নম্বর পটেও আমরা চলে যেতে পারি। এই কারণেই ভুটানের বিপক্ষে খেলার উদ্দেশ্য।’

এই উদ্দেশ্য পূরণ হলেও সেপ্টেম্বরের উইন্ডোতে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। তাঁর কাগজপত্র এখনও ঠিক হয়নি। তাই পরের উইন্ডোতে হামজাকে পাওয়া যেতে পারে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক।

Facebook Comments Box

Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com