বুধবার ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

 আকাশ রহমানের পিতার ১৪তম মৃত্যুবার্ষিকী পালন 

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   136 বার পঠিত   |   পড়ুন মিনিটে

 আকাশ রহমানের পিতার ১৪তম মৃত্যুবার্ষিকী পালন 
 যুক্তরাষ্ট্রের নিইউয়র্কে শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর রহমান মিয়ার ১৪তম মৃত্যু মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে কোরআন খানি ও দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিইউয়র্কের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মাহফিলে শামসুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতুল ফেরদৌস চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

প্রয়াত শামসুর রহমান নিইউয়র্কের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার ও সাপ্তাহিক সাদাকালো পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি এবং প্রকাশক আকাশ রহমানের বাবা।
দোয়া মাহফিলে আকাশ রহমান তার বাবার স্মৃতিচারণ করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বাবা যখন মারা যান তখন তিনি আমাকে বলে গেছেন, বাবা, তুমি কখনো কারো ক্ষতি করো না। আল্লাহও তোমার কোনো বিপদ দেবেন না।
উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কারো ক্ষতি করবেন না। আল্লাহ আপনার ক্ষতি করবে না। মা-বাবাকে কষ্ট দেবেন না। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ,  আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান,  বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ফখরুল আলম ও সম্রাটসহ আশা গ্রুপের জেনারেল ম্যানেজার মো. বোরহানুস সুলতান, এসিস্ট্যান্ট ম্যানেজার মনজুরুল আলম, সিনিয়র কোর্ডিনেটর মোহাম্মদ আসিফ আলম খান, মোহাম্মদ মাহফুজুল হোক চৌধুরী, ডে কেয়ার ডিরেক্টর তানভীর আহমেদ, এসএম ফরমান হোসাইন আশরাফ, মোহাম্মদ কাশেম প্রমুখ।

Facebook Comments Box

Posted ২:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com