নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 123 বার পঠিত | পড়ুন মিনিটে
মাহ্-বুবা নওশিন সাইয়্যারা ও মো. মুরছালিন ‘আমেনা বেগম তাহ্ফিজুল কুরআন আল-ইসলামিয়া মাদ্রাসা’ থেকে সম্প্রতি পবিত্র কুরআনের হিফজ শেষ করেছে। গত (১১ আগস্ট) হিফজ শেষ সবক শুনিয়ে হাফেজ হয়েছেন তারা।
মো. মুরছালিন ব্রাহ্মণবাড়িয়া সদরের ছোট বাকাইল এলাকার লিয়াকত আলীর ছেলে।
জানা গেছে, মাহ্-বুবা নওশিন সাইয়্যারা হিফজ সূচনা থেকে শুরু করে খুব অল্প সময়ের মধ্যে হিফজ শেষ করেছেন। একইভাবে মো. মুরছালিনও মাত্র কিছুদিনের মধ্যেই হিফজ শেষ করার গৌরব অর্জন করেছে।
মাহ্-বুবা নওশিন সাইয়্যারা ও মো. মুরছালিনের এমন অর্জনে তাদের শুভেচ্ছা জানিয়েছে ‘আমেনা বেগম তাহ্ফিজুল কুরআন আল-ইসলামিয়া মাদ্রাসা’ এর অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা।
অধ্যক্ষ জানান, মাহ্-বুবা নওশিন সাইয়্যারা ও মো. মুরছালিন দিনে ৫ থেকে ১০ পৃষ্ঠা করে সবক দিয়েছে। এ সময় তিনি তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
Posted ৬:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪
nykagoj.com | Stuff Reporter