রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেকে গোল এমবাপ্পের, চ্যাম্পিয়ন রিয়াল

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   97 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিষেকে গোল এমবাপ্পের, চ্যাম্পিয়ন রিয়াল

রিয়াল মাদ্রিদের জার্সিতে আনুষ্ঠানিক অভিষেক হয়েছে কিলিয়ান এমবাপ্পের। বুধবার রাতে পোল্যান্ডের ওয়ারসা স্টেডিয়ামে আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে তাকে শুরুর একাদশে রাখেন কার্লো আনচেলত্তি। আনুষ্ঠানিক অভিষেক ম্যাচে গোলও করেছেন তিনি। রিয়াল মাদ্রিদ ২-০ গোলের জিতে শিরোপা দিয়ে মৌসুম শুরু করেছে।

ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোর সঙ্গে কিলিয়ান এমবাপ্পে। কীভাবে একাদশ সাজাবেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি? রসায়ন কতটা জমবে; তা দেখতে মুখিয়ে ছিলেন ভক্তরা। ভিনিকে লেফট উইঙ্গে এবং রদ্রিগোকে রাইট উইঙ্গে রেখে একাদশে সাজান রিয়ালের ইতালিয়ান কোচ। এমবাপ্পেকে খেলান সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে। জুড বেলিংহাম ছিলেন প্লে মেকার।

নতুন এই গ্যালাকটিকো ব্যর্থ হয় কিনা তা নিয়ে ভক্তদের মনে শঙ্কার উদ্বেগ নিশ্চয় জেগেছিল। কারণ প্রথমার্ধে সুযোগ তৈরি করলেও ইউরোপা লিগ জয়ী ইতালির ক্লাবব আটালান্টার বিপক্ষে গোল করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল।

ম্যাচের ৫৯ মিনিটে গোল করেন ফেদে ভালভার্দে। ভিনিসিয়াস দারুণ দক্ষতায় বল টেনে গোলবারের মুখে চলে যান। আলতো টাচে ভালভার্দেকে পাঠান। উরুগুইয়ান মিডফিল্ডার তা অনায়াসে জালে পাঠান। এরপর ৬৮ মিনিটে এমবাপ্পেকে দিয়ে গোল করান জুড বেলিংহাম। তিনিও ছোট এক ক্রসে এমবাপ্পেকে গোল করার সুযোগ করে দেন। ফ্রান্সম্যানের ফিনিশিং ছিল দারুণ।

রিয়াল মাদ্রিদ অবশ্য বেশ কিছু সুযোগও নষ্ট করেছে। ভিনির আলতো চিপ ফাঁকায় বুক দিয়ে ধরেও গোল করতে পারেননি বেলিংহাম। আবার ভিনির দেওয়া দারুণ এক থ্রু রদ্রিগো শট নিলেও ক্রসবারে লেগে ফিরে আসে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসও মিস করেন গোলরক্ষকের সঙ্গে ওয়ান অন ওয়ান শট।

Facebook Comments Box

Posted ৩:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com