রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘অলিম্পিক মহাশূন্যের মতো’

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   71 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘অলিম্পিক মহাশূন্যের মতো’

দেখুন, অলিম্পিক গেমস আমার কাছে মহাশূন্যে যাওয়ার মতো এবং নিজেকে মনে হয় মঙ্গল গ্রহেই আছি। ছেলেদের ৮৯ কেজি ভারোত্তোলনে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জেতা কার্লোস নাসার এমনটাই জানালেন। সবচেয়ে হালকা মানুষ হিসেবে ৪০০ কিলোগ্রামের বেশি ওজন তোলার কীর্তি গড়েছেন এই বুলগেরিয়ান ভারোত্তোলক।

এদিন শুরুতে স্ন্যাচ রাউন্ডে ১৮০ কেজি ভার তোলেন নাসার। ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে যোগ দিতে একটু দেরি করেন। ততক্ষণে তাঁর প্রতিদ্বন্দ্বীরা একটু কম ওজন ক্যাটেগরিতে তিনবার করে চেষ্টা চালান। এর পর প্রথম চেষ্টাতেই মাথার ওপরে ২১৩ কেজি ওজন তুলে স্বর্ণ জিতে নেন নাসার। এর পর দ্বিতীয় দফার চেষ্টায় তোলেন ২২৪ কেজি। যার সুবাধে হয়ে যায় বিশ্বরেকর্ড। যদিও আগের রেকর্ডও ছিল তাঁর।

গত বছর কাতার গ্র্যান্ড প্রিক্সে ক্লিন অ্যান্ড জার্কে নিজের গড়া বিশ্বরেকর্ড ১ কেজি ব্যবধানে ভেঙে ফেলেন নাসার। আর সব মিলিয়ে মোট ৪০৪ কেজি ওজন তুলে ভেঙেছেন চীনের লি দাইনের গড়া ৩৯৬ কেজির বিশ্বরেকর্ড। যদিও নাসার মূল মঞ্চে সাফল্য পেতে ভিন্ন কৌশল মেনে চলেন। এমনটা জানা যায়, অনুশীলনে নাসার এর চেয়েও বেশি ওজন তোলেন। এই ইভেন্টে ৩৯০ কেজি তুলে রৌপ্য জেতেন কলম্বিয়ার এইসন লোপেজ। আর ব্রোঞ্জ জিতেছেন ইতালির আন্তোনিনো পিজ্জোলাতো। তিনি তুলেছেন ৩৮৪ কেজি।

এর আগে নাসার যখন বিশ্বরেকর্ড গড়েছিলেন, তখন তাঁর বয়স মাত্র ১৭। সেই বয়সে নিজের প্রথম বিশ্বরেকর্ড গড়ার পর সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছিলেন নাসার। তবে এই জয়টা তাঁর কাছে ব্যতিক্রম মনে হয়েছে। তিনি এটাকে কল্পনার চোখে দেখছেন, ‘জয়টা আমি অনেকবার কল্পনার চোখে দেখেছি এবং প্রতিবারই সফল হয়েছি। এটা আমার কাছে গৌরবের।’

অবশ্য প্রাপ্তিতে ঠাসা এই ভারোত্তোলকের জীবনও বিতর্কমুক্ত নয়। ২০২২ সালে বুলগেরিয়ান সৈকতের রিসোর্টে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এর পর বিনোদনমূলক ড্রাগ নিয়ে লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর সময় গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করায় স্থগিত কারাদণ্ডাদেশও পেয়েছিলেন নাসার। এর পরের দিনগুলোও তাঁর সুখের ছিল না। গত বছর সোফিয়ার এক হোটেলে গোসল করার সময় সাবান নিতে গিয়ে সিঙ্ক খসে তাঁর পায়ের ওপর পড়ে। এতে অস্ত্রোপচার করাতে হয়েছিল নাসারকে। তাতে দীর্ঘদিন ছিলেন চোট পরিচর্যায়। এভাবে ফিরতে পারবেন কিনা, এ নিয়েও ছিলেন বেশ দুশ্চিন্তায়।

Facebook Comments Box

Posted ৩:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com