
খেলাধুলা ডেস্ক | শনিবার, ১০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 79 বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী অক্টোবরে নারী বিশ্বকাপের নবম আসর বসার কথা বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আইসিসি। তাই বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরিয়ে নিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
যেখানে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কাকে সংক্ষিপ্ত তালিকায় আইসিসি রেখেছে বলেও খবর দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। যদিও বিসিবি থেকে আইসিসির কাছে সময় চাওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্বকাপটা বাংলাদেশেই আয়োজন করতে। বৈশ্বিক টুর্নামেন্টে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে বৃহস্পতিবার বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে চিঠি দিয়েছে বিসিবি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।
বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু ক্রিকবাজকে জানান, ‘সত্যি বলতে, দেশে আমাদের মধ্যে খুব বেশি লোক নেই। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে আমরা নিরাপত্তা বিষয়ে সেনাপ্রধানকে একটি চিঠি পাঠিয়েছি। কারণ আমাদের হাতে মাত্র দুই মাস সময় রয়েছে।’
আরও যোগ করে তিনি বলেন, ‘আইসিসি আমাদের সঙ্গে দু’দিন আগে যোগাযোগ করেছিল এবং আমরা উত্তর দিয়েছিলাম শীঘ্রই তাদের এ বিষয়ে জানাব। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এখন আমাদের তাদের নিরাপত্তার আশ্বাস দিতে হবে। কারণ এটি বোর্ড বা অন্য কেউ দিতে পারে না।’
গত মে মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে আয়োজক স্বাগতিক বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপ। তাদের সঙ্গে সেমিফাইনালে যেতে লড়াই করবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা স্কটল্যান্ড।
‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। কদিন আগে এশিয়া কাপ জেতা লঙ্কানরা বাছাই পর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। ১০ দলের টুর্নামেন্ট শুরু হবে ৩ অক্টোবর এবং ফাইনাল ২৩ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পুরো বিশ্বকাপ।
Posted ৩:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০২৪
nykagoj.com | Stuff Reporter